পাশেই থানা! ক্যানিং-এ পার্টি অফিস থেকে চুরি চেয়ার-আসবাব, পুলিশের ভূমিকায় ক্ষোভ তৃণমূলের, কটাক্ষ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2020 06:26 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে দিনে-দুপুরে তৃণমূলের শহর কার্যালয় থেকে চুরি! টোটোয় এসে আসবাব নিয়ে পালাল এক দুষ্কৃতী! ঘটনায় হতবাক শাসকদলের নেতারা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েই!
শান্তনু নস্কর, (দক্ষিণ ২৪ পরগনা) ক্যানিং: দিনে-দুপুরে তৃণমূলের শহর কার্যালয় থেকে চুরি! টোটোয় করে এসে কার্যালয়ের আসবাব চুরি করে পালাল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা চুরির ঘটনা। ছবিতে দেখা যাচ্ছে, টোটোয় করে এসে এক দুষ্কৃতী শাসক কার্যালয়ে ঢুকে প্রায় ১০-১২টি চেয়ার বের করে চম্পট দিচ্ছে। ঘটনাস্থলের মাত্র ৫০০ মিটার দুরেই রয়েছে ক্যানিং মহকুমা থানা। পাশে রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল ও। এইরকম জনবহুল এলাকায় দিনেদুপুরে চুরির ঘটনায় হতবাক শাসক দল। তৃণমূল নেতারা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েই। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।