হায়দরাবাদ: বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার খুব কাছাকাছি পৌঁছে গেল ভারত। হায়দরাবাদ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে এখন বাংলাদেশের রান ৭ উইকেটে ২৩৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর মাত্র তিনটি উইকেট।
গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩। আজ দিনের শুরুতেই রবীন্দ্র জাডেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান (২২)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।
পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছিলেন। তবে মাহমুদুল্লাহকে ৬৪ রানে আউট করে দেন ইশান্ত শর্মা। তিনিই সাব্বিরকে এলবিডব্লু করেন (২৩)। এখন ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ (১৮) ও কামরুল ইসলাম রাব্বি (০)।
অশ্বিন, জাডেজার দাপটে হায়দরাবাদ টেস্ট জয়ের মুখে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2017 01:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -