অ্যান্টিগা: অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেওয়ার সুবাদে টেস্টে বোলারদের ক্রমতালিকার এক নম্বর জায়গা ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে এক নম্বরে উঠে এসেছিলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। তিনি ওল্ড ট্র্যাফোর্ডে হতাশাজনক পারফরম্যান্স করে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। সেখানে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এক নম্বরে উঠে এসেছেন।


বোলিংয়ের মতো ব্যাটিংয়ের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে অশ্বিনের। অ্যান্টিগায় শতরানের ফলে তিনি এখন টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ৪৫ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে অশ্বিনই এখন শীর্ষে।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জীবনের প্রথম দ্বিশতরান করার সুবাদে ক্রমতালিকায় দু ধাপ উঠে ১২ নম্বরে আছেন। ভারতীয় বোলারদের মধ্যে উমেশ যাদবও ক্রমতালিকায় উন্নতি করেছেন। তিনি এখন ২৪ নম্বরে আছেন।