নয়াদিল্লি: এশিয়া কাপে ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগে ভারতকে হুঙ্কার দিলেন পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলি। প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসাবে তিনি টেনে আনেন গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের প্রসঙ্গ। বলেন, আমরাই এখন তুঙ্গে রয়েছি। ওরা (ভারত) আগের পরাজয়ের জেরে চাপে থাকবে। সংযুক্ত আরব আমিরশাহিতে আমরা বেশ কিছুদিন ধরে টানা খেলে চলেছি বলে হোম অ্যাডভান্টেজ আমাদের পক্ষে, পরিস্থিতি কীভাবে নিজেদের অনুকূলে ব্যবহার করতে হয়, আমরা জানি। ভারত অবশ্যই ভাল দল। অত রানে ৫ উইকেট নয়, ওদের ১০টা উইকটই আমার চাই। আমার সেলিব্রেশন স্টাইলে মাতিয়ে দিতে চাই আমার লক্ষ লক্ষ অনুরাগীকে। প্রত্যাশার চাপ অবশ্যই থাকবে, তবে আমার চাপের মুখে থাকলেই ভাল লাগে, কারণ তখনই ঝলসে উঠে দলকে জেতানোর জেদ চেপে বসে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলিকে বল করার সুযোগ পাননি হাসান, কেননা ভারতের অধিনায়ককে তুলে নিয়েছিলেন আরেক পাক ফাস্ট বোলার মহম্মদ আমির। এবার এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে, সেটা তাঁদের পক্ষে অ্যাডভান্টেজ বলে মনে করছেন হাসান। তিনি বলেছেন, বিরাট কোহলি একজন দারুণ খেলোয়াড়। সকলে জানে ও ম্যাচ উইনার। আমাদের সুবিধা হবে এটাই যে, বিরাট যেভাবে চাপ সামলে পরিস্থিতির মোকাবিলা করে, ওর জায়গায় আসা অন্য কেউ সেটা নাও পারতে পারে।
লাহোর গদ্দাফি স্টেডিয়ামে পাক এশিয়া কাপ টিমের শিবির চলাকালে এই অভিমত জানান হাসান।
আসন্ন এশিয়া কাপে পাকিস্তান, ভারতের এমনিতে দেখা হবে দুবার, আর উভয়েই ফাইনালে গেলে তিনবার মুখোমুখি হবে তারা।
ওদের ১০টা উইকেটই চাই আমার! এশিয়া কাপের আগে বিরাট-হীন ভারতকে হুঙ্কার পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলির
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2018 02:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -