এবারের এশিয়া কাপ খেলছেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ১৬ জনের দলে রাজস্থানের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। যিনি ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। অথচ রঞ্জি ট্রফিতে ২,০০০-এর বেশি রান, বিজয় হজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার-দিনের ম্যাচে দ্বিশতরান এবং কোয়াড্র্যাংগুলার ট্রফিতে শতরানের পরেও জাতীয় দলে সুযোগ পাননি ময়ঙ্ক। সেই কারণেই ক্ষোভপ্রকাশ করেছেন হরভজন। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ অবশ্য ময়ঙ্কের প্রশংসা করে বলেছেন, ‘ময়ঙ্ক অগ্রবাল দুর্দান্ত খেলছে। গত ১০-১২ মাস ধরে ও ধারাবাহিকভাবে রান করে চলেছে। ও জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে একধাপ দূরে। আমি নিশ্চিত, ভবিষ্যতে ও স্বীকৃতি পাবে। ও ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পেয়েছে, তিন ফর্ম্যাটেই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। সিনিয়র ক্রিকেটারদের যখন বিশ্রাম দেওয়া হবে, তখন অবশ্যই ওর কথা ভাবা হবে।’ ভাল পারফরম্যান্সের পরেও এশিয়া কাপের দলে ময়ঙ্ক অগ্রবালের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন হরভজনের
Web Desk, ABP Ananda | 06 Sep 2018 08:05 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ময়ঙ্ক অগ্রবালের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিংহ। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দেখানোর পরেও ময়ঙ্কের জাতীয় দলে জায়গা না হওয়ায় ক্ষুব্ধ হরভজন। তিনি ট্যুইট করেছেন, ‘ময়ঙ্ক অগ্রবাল কোথায়? এত রান করার পরেও দলে ওর জায়গা দেখতে পাচ্ছি না। আমার মনে হয়, নিয়ম একেকজনের জন্য একেকরকম।’