এবারের এশিয়া কাপ খেলছেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ১৬ জনের দলে রাজস্থানের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। যিনি ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। অথচ রঞ্জি ট্রফিতে ২,০০০-এর বেশি রান, বিজয় হজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার-দিনের ম্যাচে দ্বিশতরান এবং কোয়াড্র্যাংগুলার ট্রফিতে শতরানের পরেও জাতীয় দলে সুযোগ পাননি ময়ঙ্ক। সেই কারণেই ক্ষোভপ্রকাশ করেছেন হরভজন।
প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ অবশ্য ময়ঙ্কের প্রশংসা করে বলেছেন, ‘ময়ঙ্ক অগ্রবাল দুর্দান্ত খেলছে। গত ১০-১২ মাস ধরে ও ধারাবাহিকভাবে রান করে চলেছে। ও জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে একধাপ দূরে। আমি নিশ্চিত, ভবিষ্যতে ও স্বীকৃতি পাবে। ও ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পেয়েছে, তিন ফর্ম্যাটেই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। সিনিয়র ক্রিকেটারদের যখন বিশ্রাম দেওয়া হবে, তখন অবশ্যই ওর কথা ভাবা হবে।’