ঢাকা: সংযুক্ত আরব আরিরশাহীতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের জন্য প্রস্তুত বাংলাদেশ ব্রিগেড। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এবং আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন মাশরফি মোর্তাজারা। টুর্নামেন্টের পরবর্তী পর্বে ভারতের সঙ্গে খেলা হবে কিনা, তা নির্ভর করছে লিগে পর্যায়ে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর।
যদি টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরফি বলেছেন, তাঁদের দল ভারতকে হারাতে সক্ষম।
মীরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আত্মবিশ্বাসী মোর্তাজা বলেছেন, অন্য দলগুলির তুলনায় আমরা খুব পিছিয়ে নেই। আমার মনে হয়, কাপ জেতার ভালো সুযোগ রয়েছে ভারতের সামনে। আর পাকিস্তান তাদের পরিচিত পরিবেশে খেলবে। কাজেই ওদেরও সুযোগ রয়েছে। কিন্ত আমি বলতে চাই যে, ওই দুই দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে। গ্রুপ পর্যায়ে ভালো খেলে সুপার ফোরে ওঠার ব্যাপারে প্রথমে গুরুত্ব দিতে হবে।
সংযুক্ত আরব আমিরশাহীর পরিবেশ নিয়ে ভেবেছেন তাঁরা। মোর্তাজা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অন্য কোনও দলের থেকে পিছিয়ে নেই। তিনি বলেছেন, ওই জায়গায় আমরা আগে খেলিনি। তাই পরিবেশ আমাদের পক্ষে সহজ নাও হতে পারে। আমরা সামগ্রিকভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবনা-চিন্তা করছি।
এশিয়া কাপ: ভারতকে হারাতে সক্ষম বাংলাদেশ, বলছেন মাশরফি মোর্তাজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2018 01:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -