দুবাই: টানা ২ ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। দ্বিতীয় ম্য়াচে হংকংয়ের বিরুদ্ধেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এবার সুপার ফোরের ম্যাচে আগামী রবিবার ফের ২২ গজে খেলতে নামবেন সূর্যকুমাররা (Suryakumar Yadav)। কিন্তু তার আগে চাপ কমাতে একটু অন্যরকমভাব দুবাইয়ে দিন কাটাল টিম ইন্ডিয়া। ব্যাট, বল নয়, বিচ ভলি থেকে রোয়িংয়ে মেতে উঠলেন সবাই।


বিসিসিআই ভিডিও পোস্ট করেছে


 






বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত, বিরাট, অশ্বিন, কার্তিকরা সবাই রোয়িং করছেন। আবার বিচ ভলিতেও মেতে উঠেছেন। দেখে মনেই হচ্ছে না যে আগামী রবিবার এশিয়া কাপের নক আউট ম্যাচে খেলতে নামবেন তাঁরা। ভিডিওতে দেখা যাচ্ছে যে যুজবেন্দ্র চাহাল বলছেন, ''আমাদের একদিন ছুটি ছিল। তাই রাহুল স্যার বললেন যে আজ একটু অন্যরকম কার্যকলাপ হবে। সেই মতই আমরা রোয়িং ও বিচ ভলিতে মেতে উঠেছি।''


গত বুধবার হং কংকে ৪০ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯২/২। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় হং কং। এরপর তিন নম্বরে নেমে লড়াই চালিয়েছিলেন বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রান করেন তিনি। চার নম্বরে নেমে ২৮ বলে ৩০ রান করেন কিঞ্চিৎ শাহ। তবে হং কংয়ের বাকি ব্যাটাররা কেউই রান পাননি। শেষ দিকে জিশান আলি ১৭ বলে অপরাজিত ২৬ রান ও স্কট ম্যাকেশনি ৮ বলে অপরাজিত ১৬ রান করলেও,  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২/৫ স্কোরে আটকে যায় হং কং। ভারত ৪০ রানে ম্যাচ জেতে। একপেশে ভাবেই। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা ও আবেশ খান। বিরাট কোহলি এক ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।