দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2022) এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সুপার ফোরেও জায়গা করে নিয়েছে তাঁরা। কিন্তু ছন্দে দেখা যাচ্ছে না দলের ব্যাটিং লাইন আপের অন্যতম স্থম্ভ ও অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৮ বলে ১২ রান করেছেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে রোহিতের ঝুলিতে ১৩ বলে ২১ রান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভাল শুরু করলেও বড় রান তুলতে পারছেন না হিটম্যান। যা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ।
কী বললেন হাফিজ?
পাকিস্তান ম্যাচে রোহিতকে দেখে হাফিজের মনে হয়েছে ভারত অধিনায়ককে বেশ দুর্বল লাগছিল। তিনি বলছেন, ''ম্যাচ জেতার পর রোহিত শর্মার অভিব্যক্তি দেখুন। টস করতে যাওয়ার সময়ও রোহিতকে ভীত মনে হচ্ছিল। বিভ্রান্ত লাগছিল। আগের রোহিত শর্মাকে আমি আর দেখতে পাচ্ছি না। আমার মনে হয় নেতৃত্ব ওঁর ওপর চাপ তৈরি করেছে। তাই ওঁকে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে।''
হাফিজ আরও বলেন, ''ক্রমেই দেখা যাচ্ছে যে রোহিতের ফর্মের অবনতি হয়েছে। আইপিএল তাঁর একদমই ভাল যায়নি। এছাড়াও দেশের জার্সিতেও বড় রান পাচ্ছে না ও। যা ভারতের চাপ বাড়াচ্ছে। শরীরী ভাষা একদমই চনমনে লাগছে না। আমি ভবিষ্যদ্বাণী করছি না। তবে আমার মনে হয় ওঁর কেরিয়ার গ্রাফ উঁচুতে রাখতে হলে নেতৃত্ব থেকে সরে আসতে হবে ওঁকে। আমার মনে হয় রোহিত বেশিদিন অধিনায়কত্ব করতে পারবেন না। আমি রোহিতকে সবসময় ক্রিকেটটা উপভোগ করতে দেখেছি। কিন্তু এখন ওঁ অনেকটা চাপে থাকে বলে মনে হয়। আমি তার জন্য দুঃখিত. আমি মনে করি রোহিত নিজে বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।''
তবে বড় রান না পেলেও ফের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। বুধবার হং কংয়ের বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে আউট হন তিনি। সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান সম্পূর্ণ করলেন রোহিত। বুধবারের পর রোহিতের মোট রান ৩৫২০। তিনি পেরিয়ে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলকে। গাপ্টিলের ঝুলিতে ৩৪৯৭ রান রয়েছে। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাঁর ঝুলিতে রয়েছে ৩৪০২ রান।