দুবাই: এশিয়া কাপে (Asia Cup) ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ২ বলে ২ রানের প্রয়োজন ছিল। শ্রীলঙ্কার উভয় ব্যাটারই খুচরো রান নেওয়ার চেষ্টা করছিলেন। অর্শদীপ সিংহের খাটো লেংথের বলে ব্যাট ঠেকাতে ব্যর্থ হন ব্যাটার। কিন্তু তবু রান নিতে দৌড়ন। পর্যাপ্ত সময় পেয়েও উইকেটরক্ষক ঋষভ পন্থ স্টাম্প ভাঙতে পারেননি। অর্শদীপও সেই বল ধরে অপর প্রান্টের স্টাম্পে মারতে পারেননি। বাই হিসাবে ২ রান নিয়ে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।


আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পন্থ। অনেকেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির রান আউটের তুলনা টানছেন। বলা হচ্ছে, সেদিনও বাংলাদেশের ব্যাটাররা বাই রান নিতে গিয়েছিলেন। কিন্তু ধোনির ক্ষুরধার মস্তিষ্ক তা আগাম আঁচ করে নিয়েছিল। এক হাতের গ্লাভস তিনি আগেই খুলে রেখেছিলেন। এক হাতে বল ধরে দৌড়ে রান আউট করেছিলেন ধোনি। অনেকেই বলছেন, কেন ধোনির থেকে শিক্ষা নিতে পারেননি পন্থ।


 






প্রাক্তন ভারতীয় ব্যাটার হেমাঙ্গ বাদানি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘এখানে আপনি ধোনিকে এই রকম মিস করতে দেখতে পেতেন না। ওকে এভাবে রান আউট মিস করতে কখনও দেখিনি'।


বিতর্কে রোহিত


একটা হার, হাজারো প্রশ্ন। দল নির্বাচন, একাদশ বাছাই, সিনিয়র বোলারের পারফরম্যান্স, নেতৃত্ব সবকিছু নিয়েই একের পর এক প্রশ্ন উঠেছে গতকাল শ্রীলঙ্কা ম্যাচ হারের পর। এবার রোহিত শর্মা ও অর্শদীপ সিংহের শেষ ওভার চলাকালীন একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় রোহিতকে তুলোধনা করা হচ্ছে।


গোটা ম্যাচেই গতকাল বোলারদের সঙ্গে বারবার কথা বলতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তিনি যে চাপে ছিলেন, তাও বোঝা যাচ্ছিল বেশ ভালমতোই। কিন্তু ম্যাচের একদম শেষ ওভারে রোহিতের একটি ব্য়বহার কোনওমতেই ঠিকভাবে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একজন ক্যাপ্টেন হয়ে একজন তরুণ বোলারের সঙ্গে কেন এমন ব্যবহার তা মেনে নিতে পারছেন না কেউই।


ম্যাচের ১৯ তম ওভারে ভুবনেশ্বর কুমারের হাতে বল দেন রোহিত। তখন ২ ওভারে ২২ রান দরকার ছিল। কিন্তু সেখান থেকে ১৫ রান খরচ করেন অভিজ্ঞ পেসার। শেষ ওভারে অর্শদীপের হাতে বল দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না রোহিতের। শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৬ বলে মাত্র ৭ রান। কিন্তু সেখানেও দুর্দান্ত ইয়র্কারে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন পাঞ্জাবের তরুণ। প্রথম চারটি বলেই ইয়র্কার দেন তিনি।  কিন্তু সেই ওভারে দেখতে পাওয়া যায় যে, অর্শদীপ রোহিতকে কিছু জানানোর জন্য এগিয়ে এসেছেন। কিন্তু রোহিত তা না শুনেই পেছন ফিরে চলে যান। একজন বোলার তাঁর অধিনায়কের কাছে কিছু বলতে আসবে, ফিল্ডিং সাজানোর বিষয়ও কোনও মত দিতে পারেন, কিন্তু রোহিত কোনও কিছুই না শুনে চলে যান। যা কারও চোখ এড়ায়নি।