কলকাতা: বাগুইআটিকাণ্ডে (Baguiati Case) সাসপেন্ড করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে (Kallol Ghosh)। গাফিলতির অভিযোগ আনা হয়ছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষের বিরুদ্ধে। অপহরণের পর ২ ছাত্র খুন, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ‘কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল? বাগুইআটিকাণ্ডের প্রশাসনিক বৈঠকে প্রশ্ন করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নবান্নে (Nabanna) এসেই ডিজিপিকে (DGP) ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ‘কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে’। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
জোড়া খুনের তদন্তভার সিআইডিকে: বাগুইআটির ২ ছাত্রের খুনের ঘটনায় বাগুইআটি থানার IC-কে সাসপেন্ড করা হল। সেইসঙ্গে জোড়া খুনের তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ জানান, তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে তিনি জানান, পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও তদন্ত করবে সিআইডি।
বসিরহাট জেলা পুলিশ সূত্রে কী দাবি: ২ কিশোরের দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই বিধাননগর কমিশনারেট-সহ (Bidhannagar Commissionarate) আশেপাশের সব থানাকে জানানো হয়েছিল বলে বসিরহাট জেলা পুলিশ সূত্রে দাবি। ওই সূত্রের দাবি, দুটি দেহের ছবি তুলে প্রাথমিক তথ্যসহ তা পাঠানো হয়েছিল সব থানায়। বিধাননগর কমিশনারেটের যদিও দাবি, বসিরহাট থানা থেকে তাদের কিছু জানানো হয়নি । এর থেকেই স্পষ্ট, বিধাননগর কমিশনারেট ও বসিরহাট জেলা পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে, তা পরস্পরবিরোধী ।
আরও পড়ুন: Baguiati Double Murder: 'কেন এমন ঘটনা ঘটল?' প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কীভাবে খুন: ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও।