দুবাই: মাঠে যতই লড়াই চলুক। খাতায়-কলমে যতই ২ দেশ চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, মাঠের বাইরে ২ দেশের ক্রিকেটারদের সম্পর্কে রয়েছে পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে এমনটাই জানালেন পাক অধিনায়ক রোহিত শর্মা। চোটের পরও পাক দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে এসেছে শাহিন আফ্রিদি। তারকা পাক পেসারের পাশে যেভাবে দাঁড়িয়েছে ভারতীয় দল, তা দেখে মুগ্ধ পাক অধিনায়ক।


কী বলছেন বাবর আজম?


পাক অধিনায়ক বাবর আজম বলছেন, ''বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশনের সময় যেভাবে ভারতীয় ক্রিকেটাররা শাহিন আফ্রিদির সঙ্গে এসে দেখা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি আমি। ক্রিকেটাররা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছিল, যেভাবে মিলে গিয়েছিল তাতে সত্যিই উপভোগ্য। যদিও মাঠে ম্যাচের সময় আমরা সবাই খুব পেশাদার। নিজেদের নিংড়ে দেব সবাই।''


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। বাবরও সতর্ক। তিনি বলছেন, ''হ্যাঁ, অবশ্যই আমরা এই মাঠেই ১১ মাস আগে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলাম। এই মাঠ আমাদের জন্য খুব পয়াও। কিন্তু এটা নতুন ম্যাচ। আমাদের নতুন করে ভাবতে হবে। নতুন লড়াই। যেটা অতীত তা নিয়ে আর ভেবে লাভ নেই।"


এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে। তবে ম্যাচের উত্তেজনায় তাতে কোনওরকম ভাটা পড়েনি। খুশির খবর হল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এই ম্যাচের আগেই করোনা সারিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়া ভিভিএস লক্ষ্মণ ফিরেছেন দেশে। তিনি ভারতীয় 'এ' দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করবেন। সবমিলিয়ে বলাই যায় ভারত-পাকিস্তান মহারণে মঞ্চ প্রস্তুত। এবার দেখার ম্যাচে কে, কেমন খেলেন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী অতীতে সাক্ষাৎকারের পরিসংখ্যানগুলি।


এশিয়া কাপে মোট ১৪ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। ১টি ম্যাচের কোনও ফল নির্ধারণ করা যায়নি।