দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান (Pakistan)। আগামী ১১ সেপ্টম্বর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে তারা। কিন্তু পাকিস্তানের চিন্তার অন্যতম কারণ অধিনায়ক বাবর আজমের ফর্ম। এখনও পর্যন্ত মোট ৪টি ম্যাচে খেলে ৩৩ রান করেছেন করেছেন ডানহাতি এই ব্যাটার। সর্বোচ্চ ১৪। এই পরিস্থিতিতে নিজের ফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাবরকেও।
কী বলছেন বাবর?
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দল জিতলেও খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বাবর আজম। ফারুখির বলে লেগবিফোর হয়ে ফিরতে হয়েছে। ম্যাচের পর বাবর বলেন, ''এমন কোথাও লেখা নেই যে আমাকে সব ম্যাচে রান করতে হবে। খেলায় ওঠাপড়া লেগেই থাকে। ফর্ম থাকে, থাকে না, এগুলো চলতেই থাকে। তার মানে এই না যে আমার আত্মবিশ্বাস কম থাকবে। সেটা বজায় রাখাটা বেশি গুরুত্বপূর্ণ।''
উল্লেখ্য, এশিয়া কাপে প্রথম বড় অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। পাকিস্তানকে চাপে ফেলেও শেষে ১ উইকেটে হেরে গেল আফগানিস্তান (Pak vs Afg)। রুদ্ধশ্বাস ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে মাত্র ১ উইকেট। ফজলহক ফারুকি পরপর দুটি ফুলটস করে বসেন। আর দুই বলে দুটি ছক্কা মারেন নাসিম শাহ। এই জয়ের ফলে ভারত ও আফগানিস্তান, দুই দলেরই বিদায় ঘটে গেল। বৃহস্পতিবারের ভারত-আফগানিস্তান ও শুক্রবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
আফগানিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ১২৯/৬। সেই সময় মনে করা হয়েছিল, পাকিস্তান সহজেই ম্যাচ জিতে নেবে। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন আফগান বোলাররা। ফজলহক ফারুকি শেষ ওভারে জোড়া ছক্কা খেলেও দুরন্ত বোলিং করে তিন উইকেট নেন। তিন উইকেট নেন ফারিদ আমেদও। ধারাল বোলিং করেন রশিদ খানও। ২৫ রানে ২ উইকেট নেন। মহম্মদ রিজওয়ান (২০), ইফতিকার আমেদ (৩০) ও শাদাব খান (৩৬) ছাড়া আর কেউই রান পাননি। শেষ ওভারে ব্যাট হাতে জোড়া ছক্কা মেরে পাকিস্তানকে জেতান পেসার নাসিম শাহ।
আজ এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। যদিও এই ম্যাচ জিতলেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারবে না রোহিত বাহিনী।