দুবাই: আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কে জিতবে, কেমন হবে দুই দলের একাদশ, সেই নিয়ে জল্পনাও অব্যাহত। গোটা বিশ্বের নজর থাকবে এই হাইভোল্টেজ ম্যাচে। আর এই ম্য়াচেই হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে দেখা যাবে পাকিস্তান দলকে। কিন্তু কেন?


কালো আর্মব্যান্ড


শোকজ্ঞাপনের জন্যই এই কালো রঙের আর্মব্যান্ড পরে দলগুলি ময়দানে নেমে থাকে। পাকিস্তানও সেই কারণেই এমনটা করবে। দল এশিয়া কাপের ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বটে, পাকিস্তানের একাংশ চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পড়শি দেশের খাইবার পাখতুনখাওয়া, বালোচিস্তান এবং সিন্ধের বিস্তর জায়গা প্রবল বন্যায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রচুর মানুষের ইতিমধ্যেই প্রাণহানি হয়েছে, জনজীবনের অবস্থা দুর্বিসহ। নতুন করে বর্ষণের কারণে তো বাকি দেশ থেকে বালোচিস্তানের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত মানুষদের প্রতি নিজেদের সহমর্মিতা জ্ঞাপন করতেই পাকিস্তান এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।


ম্যাচের পূর্বে বাবরের মন্তব্য


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ের এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যুদস্ত করেছিল পাকিস্তান। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও (Babar Azam) সতর্ক। তিনি বলছেন, 'হ্যাঁ, অবশ্যই আমরা এই মাঠেই ১১ মাস আগে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলাম। এই মাঠ আমাদের জন্য খুব পয়াও। কিন্তু এটা নতুন ম্যাচ। আমাদের নতুন করে ভাবতে হবে। নতুন লড়াই। যেটা অতীত তা নিয়ে আর ভেবে লাভ নেই।'


আর সতীর্থদের উদ্দেশে বাবরের মন্তব্য, 'আমরা এতদিন যে মানসিকতা নিয়ে খেলেছি, সেরকমই খেলতে হবে। যেমনভাবে উদ্যম নিয়ে বিশ্বকাপে জিতেছিলাম, সেটা ধরে রাখতে হবে। ওই ম্যাচটা সকলেই স্মরণ করো। ওই ম্যাচের স্মৃতি, খুঁটিনাটিগুলো মনে করো। মনে করলে সবটা মনে পড়ে যাবে। কীভাবে আমরা নিজেদের মানসিকভাবে তৈরি করেছিলাম, সেই কথা মনে পড়ে যাবে। এখানে যেমন প্রস্তুতি নিচ্ছি সেটা মাঠে গিয়ে প্রয়োগ করতে হবে। এমনটা করতে পারলেই ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমি জানি আমাদের দলে ফাস্ট বোলারের অভাব রয়েছে। তবে বাকিরা কেউ তার অভাব বুধতে দিও না।' ম্যাচে কী হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।


আরও পড়ুন: মিয়াঁদাদের লাফ থেকে ডাম্বুলায় হরভজন-শোয়েবের কথা কাটাকাটি, ভারত-পাক ম্যাচের কুখ্যাত লড়াইগুলি