দুবাই: দুবাইয়ের ময়দানে এবারের এশিয়া কাপ (Asia Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় ছিলেন দুই দেশের সমর্থকরা। ভারতের সামনে সুযোগ ছিল গত বছরের বিশ্বকাপে ১০ উইকেটে হারের বদলা নেওয়ার। ম্যাচের প্রথম ইনিংস শেষে বলাই বাহুল্য, ভারত কিন্তু সেই লক্ষ্যের দিকে দারুণ গতিতে এগোচ্ছে। সৌজন্যে মূলত হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ভুবনেশ্বর কুমার।


শর্ট বলের কাঁটা


এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবাইকে চমকে দিয়ে ঋষভ পন্তকে দলের বাইরেই রাখা হয়। বদলে বাড়তি বোলার হিসাবে আবেশ খানকে দলে সুযোগ দেওয়া হয়। ম্যাচের প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের প্যাডে বল লাগায় আম্পায়ার তাঁকে আউট দিলেও, রিভিউয়ের জেরে সিদ্ধান্ত বদল হয়। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ও রিজওয়ানই ভারতকে দায়িত্ব নিয়ে হারিয়ে দিয়েছিলেন। তাঁদের ওপেনিং পার্টনারশিপটা ভাঙা তাই খুব জরুরি ছিল। রিজওয়ান প্রথম ওভারে বেঁচে গেলেও, ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে বাবর বাঁচলেন না।


দারুণ বাউন্সারে বাবরকে মাত্র ১০ রানেই সাজঘরে ফেরত পাঠান ভুবি। ১৫ রানে ভাঙে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ। তিনে নামা ফখর জামানও ১০ রানেই ফেরেন। আবেশ খানের মাঝ পিচের বলে কাট মারতে গিয়ে খোঁচা দিয়ে আউট হন তিনি। এই দুই উইকেট হারানোর পর অবশ্য রিজওয়ান এবং ইফতিখার তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৪৫ রান যোগ করেন। বেশ দেখেশুনে এগোচ্ছিলেন তাঁরা। তবে হার্দিক পাণ্ড্য নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই ভারতকে সাফল্য এনে দেন। সৌজন্যে সেই শর্ট বল। হার্দিকের সঠিক ঠিকানায় ফেলা শর্ট বলে পুল মারতে গিয়ে ২৮ রানে সাজঘরে ফেরেন ইফতিখার। ভাল ছন্দে দেখানো রিজওয়ানকেও বাউন্সারেই কুপোকাত করেন হার্দিক।


পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ভুবির


অবশ্য ১৫তম ওভারে রিজওয়ান একা নন, খুশদিলকেও ফেরান হার্দিক। তাঁর পর পর দুই ওভারে দুই সেট ব্যাটারসহ মোট তিনজনকে আউট করাই পাকিস্তান ইনিংসের ছত্রভঙ্গ করে দেয়। পাওয়ার হিটার হিসাবে পরিচিত আসিফ আলিও নয় রানের বেশি এগোতে পারেননি। তাঁকে নিজের দ্বিতীয় স্পেলে সাজঘরে ফেরান ভুবি। 'ডেথ ওভার'-এ নিরন্তর উইকেট হারিয়ে কোনও সময় দ্রুত গতিতে রান করার লক্ষ্যে এগোতেই পারেনি পাকিস্তান। ইনিংসের শুরুতে যেখানে বাউন্সার পাকিস্তানকে সমস্যায় ফেলে সেখানে শেষের দিকে ভুবি এবং অর্শদীপের মন্থর গতির বল সমস্যা সৃষ্টি করে।


শেষমেশ কোনওক্রমে ১৪৭ রানে পৌঁছয় পাকিস্তান। শাহনওয়াজ দাহানি ছয় বলে ১৬ রানের ছোট্ট ক্যামিও খেলেন। ভুবনেশ্বর কুমার ২৬ রান খরচ করে চার উইকেট নেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটাই ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স। অর্শদীপ নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে নেন দুই উইকেট। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য ভারতের জন্য খুব মুশকিল হওয়ার কথা নয়।


আরও পড়ুন: ১৪৭ রানে অল আউট পাকিস্তান, ভুবনেশ্বরের ৪ উইকেট