IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় ভারতের, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে পাক বধের নায়ক হার্দিক

Asia Cup 2022, Match 2, IND vs PAK: এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Aug 2022 11:45 PM

প্রেক্ষাপট

দুবাই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা...More

IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় রোহিত বাহিনীর

এশিয়া কাপে প্রথম ম্যাচে দুরন্ত জয় ভারতের। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল রোহিত বাহিনী।