IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় ভারতের, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে পাক বধের নায়ক হার্দিক

Asia Cup 2022, Match 2, IND vs PAK: এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Aug 2022 11:45 PM
IND vs PAK, Asia Cup LIVE: দুরন্ত জয় রোহিত বাহিনীর

এশিয়া কাপে প্রথম ম্যাচে দুরন্ত জয় ভারতের। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল রোহিত বাহিনী।

IND vs PAK Live: আউট সূর্যকুমার

নিজের দ্বিতীয় স্পেলে এসে সূর্যকুমারকে ১৮ রানে ফিরিয়ে ফের পাকিস্তানকে সাফল্যে এনে দিলেন নাসিম শাহ। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/৪। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন জাডেজা ও হার্দিক পাণ্ড্য।

IND vs PAK, Asia Cup LIVE: ৬ ওভারে ভারতের প্রয়োজন ৫৯ রান

পরপর রোহিত ও বিরাটকে হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেছেন জাডেজা ও সূর্যকুমার যাদব। দুইজনে ইতিমধ্যেই চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করে ফেলেছেন। ভারতের জয়ের জন্য ৬ ওভারে ৫৯ রানের দরকার। ১৪ ওভার শেষে স্কোর ৮৯/৩।

IND vs PAK Live: আউট রোহিত, বিরাট

পরপর ফিরলেন রোহিত, বিরাট। হিটম্যানের ঝুলিতে ১২, কোহলির ঝুলিতে ৩৫।

IND vs PAK, Asia Cup LIVE: ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/১

পাওয়ার প্লে-তে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে বিরাট, রোহিত।

IND vs PAK Live: দ্রুত রান তুলছেন বিরাট

দ্রুত রান তুলছেন বিরাট। রোহিতকে নিয়ে ধরলেন দলের হাল।

IND vs PAK, Asia Cup LIVE: নাসিমের বলে ফিরলেন রাহুল

প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন ভারতের। খাতা খোলার আগেই নাসিম শাহের বলে ফিরলেন কে এল রাহুল।

IND vs PAK Live: জয়ের জন্য ভারতের দরকার ১৪৮

১৪৭ রানে অল আউট পাকিস্তান। দুরন্ত বোলিং ভুবি, হার্দিকদের। 

IND vs PAK, Asia Cup LIVE: আউট রিজওয়ান

৪৩ রান করে হার্দিক পাণ্ড্যর বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন মহম্মদ রিজওয়ান।

IND vs PAK Live: আউট ইফতিকার

পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। হার্দিক পাণ্ড্যর বলে ২৮ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন ইফতিকার আহমেদ। 

IND vs PAK, Asia Cup LIVE: ১০ ওভারে পাকিস্তানের স্কোর ৬৮/২

প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৬৮ রান তুলে নিল পাকিস্তান। ক্রিজে আছেন রিজওয়ান ও ইফতিকার।

IND vs PAK Live: আউট ফাখর জামান

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। ফখর জামানকে ফেরালেন আবেশ খান।

IND vs PAK, Asia Cup LIVE: পাকিস্তানের প্রথম উইকেটের পতন

পাকিস্তানের প্রথম উইকেটের পতন। ভুবনেশ্বরের বলে ক্য়াচ আউট হয়ে ফিরলেন বাবর আজম।

IND vs PAK Live: পন্থ নয়, উইকেটের পেছনে কার্তিক

একাদশে জায়গা পেলেন না ঋষভ পন্থ। তাঁর বদলে উইকেটের পেছনে দীনেশ কার্তিক।

IND vs PAK, Asia Cup LIVE: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। 

IND vs PAK Live: ইতিহাস বলছে এগিয়ে ভারত

এখনও পর্যন্ত এশিয়া কাপে মোট ৮ বার ভারত জয় পেয়েছে। ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। ১টি ম্যাচের কোনও ফল নির্ধারিত হয় নি।

IND vs PAK, Asia Cup LIVE: মোট ১৪ বার সাক্ষাৎ এশিয়া কাপে

এশিয়া কাপে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ২ দল। 

প্রেক্ষাপট

দুবাই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা একেবারেই মনে রাখতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগের দিন বলেন, 'আগে যা হয়েছে, তা অতীত। আমরা এখন এক একটি ম্যাচ করে সামনের দিকে এগোতে চাই। সেই দিকেই আমাদের নজর। দলের সকলেই এই ম্যাচের জন্য ফুটছে। আমরা অবশ্য এখনও ম্যাচের একাদশ নির্ধারণ করিনি। আমরা পিচ দেখে তবেই শেষমেশ দল ঘোষণা করব।' 


এই ম্যাচে অবশ্য দুই দলের দুই সেরা বোলার শাহিন আফ্রিদি এবং যশপ্রীত বুমরা নেই। তাতে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিই কিছুটা হলেও কমেছে। তবে ম্যাচের উত্তেজনায় তাতে কোনওরকম ভাটা পড়েনি। খুশির খবর হল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এই ম্যাচের আগেই করোনা সারিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়া ভিভিএস লক্ষ্মণ ফিরেছেন দেশে। তিনি ভারতীয় 'এ' দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করবেন। সবমিলিয়ে বলাই যায় ভারত-পাকিস্তান মহারণে মঞ্চ প্রস্তুত। এবার দেখার ম্যাচে কে, কেমন খেলেন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী অতীতে সাক্ষাৎকারের পরিসংখ্যানগুলি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.