দুবাই: শ্রীলঙ্কা ও পাকিস্তান ইতিমধ্যেই সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আজ তাই স্রেফ নিয়মরক্ষার লক্ষ্যেই সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান (Sri Lanka vs Pakistan)। অবশ্য এই ম্যাচের মাধ্যমে রবিবার (১১ সেপ্টেম্বর) ফাইনালের প্রস্তুতিও ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে। কোথায়, কখন দেখবেন শ্রীলঙ্কা-পাকিস্তানের  এই ম্যাচ? 


কোথায় হবে খেলা?


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে।


শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ কবে?


৯ সেপ্টেম্বর, শুক্রবার এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।


কখন শুরু শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা নাগাদ।


কোথায় দেখা যাবে শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা শ্রীলঙ্কা-পাকিস্তানের এই ম্য়াচটি দেখতে পারবেন।


পিচের পরিস্থিতি 


দুবাই পিচের চরিত্র এখনও অবধি যেমন ছিল, এই ম্যাচেও তার থেকে পৃথক কিছু হওয়ার কথা নয়। গতকাল এই পিচেই ভারত ও আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, ফলে পিচে বল হালকা আটকে আসতে পারে। তবে দ্বিতীয় ইনিংস শিশির পড়লে সেই সমস্যা দূর হওয়ার কথা। তাই টসে জিতে দুই দলইসম্ভবত প্রথমে বোলিং করতে চাইবে। 


বাবর আজম এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার জেরে টি-টোয়েন্টির ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও হারিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ফাইনালের মহারণের আগে তাই এই ম্যাচে ফর্মের ফেরার জন্য বদ্ধপরিকর হবেন বাবর। অবশ্য শুধু বাবর নন, শ্রীলঙ্কার প্রতিভাবান ব্যাটার চরিথ আসালঙ্কাও এই টুর্নামেন্টটা অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। চার ম্যাচে মোট নয় রান করেছেন তিনি। দুইবার আউট হয়েছেন শূন্য রানে। তাই তিনিও ফর্মে ফেরার লক্ষ্যেই আজ মাঠে নামবেন। দুই দলের বোলাররা অবশ্য ভালই ফর্মে রয়েছেন। ফাইনালের আগে আজ বেশ কয়েকজনকে বিশ্রামও দিতে পারে দুই দলই। এশিয়া কাপ ফাইনালের আগে মিনি ফাইনালে কে বিজয়ী হয়, এখন সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?