দুবাই: ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম প্রধান ভরসা সূর্যকুমার যাদব (Suryakumar Yqadav)। সীমিত ওভারের ভারতীয় দলে বর্তমানে সূর্যকুমারের নাম একেবারে শুরুর দিকেই লেখা হয়। আজ পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচেও তাই তারকা ভারতীয় ব্যাটারের দিকে নজর থাকবে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো হাড্ডাহাড্ডি লড়াই, দর্শকদের প্রত্যাশা। এই মহারণে কী ভাবে নিজেকে প্রস্তুত করেন, কী ভাবে স্নায়ুর চাপ সামলান সূর্যকুমার?


সাধারণ ম্যাচ


সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামার আগেই নিজের প্রস্তুতির বিষয়টি খোলসা করলেন সূর্যকুমার। ভারতীয় ব্যাটারের মতে মাঠে নামলে তাঁর কাছে এই ম্যাচটি আর পাঁচটা ম্যাচের মতোই। তিনি বলেন, 'আমার ছোটবেলায় ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক কথা শুনেছি। সকলেই বলত এটাই নাকি সব থেকে বড় ম্যাচ, সেরা প্রতিদ্বন্দ্বীতা। তবে সত্যি বলতে আমরা যখন মাঠে নামি, তখন এটাকে আর পাঁচটা ম্যাচের থেকে ভিন্ন ম্যাচ বলে মনে হয় না। আমরা বাকি ম্যাচে যে মানসিকতা নিয়ে মাঠে নামি, খেলি, ম্যাচের আগে প্রস্তুতি নিই, এই ম্যাচের জন্য তাতে কোনওরকম বদল হয় না।'


সূর্যর প্রস্তুতি


নিজের খেলা ও প্রস্ততি নিয়ে কথা বলতে গিয়ে সূর্যের বক্তব্য, 'আমি পরিস্থিতি বিবেচনা করেই সেইমতো নিজের সাধারণ খেলা খেলি। বাইরে এই প্রতিদ্বন্দ্বীতা নিয়ে কে কী বলল, সেইসব ব্যাটিংয়ের সময় বিন্দুমাত্রও মাথায় আসে না। আমি নিজের জোনে থেকে খেলা চালিয়ে যাই। আমার এমনিতে ম্যাচের আগে প্রস্ততি সবসময়ই দারুণ থাকে। বিগত তিন চার বছরে আমি বারবার ঘরে বসে নিজের ব্যাটিং দেখেছি। সবসময় চেষ্টা করি যাতে প্রতিপক্ষের থেকে একধাপ এগিয়ে থাকি। এই জিনিসগুলিই এখনও পর্যন্ত আমায় সাহায্য করে এসেছে এবং আশা করছি ভবিষ্যতেও এগুলিই আমায় সাফল্য এনে দেবে।'


পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ১৮ রান করেছিলেন সূর্যকুমার। তবে হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচেই ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন তিনি। চলতি এশিয়া কাপ টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তাই নিঃসন্দেহেই নিজের ফর্ম বজায় রাখতে চাইবেন সূর্যকুমার। পাকিস্তানের মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে এই ম্যাচে তিনি সফল হন কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতই এগিয়ে, সাফ জানিয়ে দিলেন গম্ভীর