Viral Video: বৃষ্টি হলে রাস্তার ধারে বসবাস করা কুকুর, বিড়ালদের বড়ই অসুবিধা। বেচারাদের না আছে ছাতা, না আছে রেনকোট। কোনও গাছের তলা বা শেডের নীচে আশ্রয় পেলে ভাল। নাহলে বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনও উপায় নেই। সাধারণত বৃষ্টির মরশুমে কুকুর, বিড়ালদের ভিজতে দেখেই অভ্যস্ত আমরা। তবে ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) এবার দেখা গিয়েছে একটি কুকুর মধ্যে নিজেকে ভেজার থেকে বাঁচানোর জন্য রেনকোট পরে বেরিয়েছে। ছোট্ট একটি সাদা কুকুর। পরনে তার হলুদ রঙের রেনকোট। বৃষ্টি শুরু হওয়ার পরেই ছুটে ছুটে গিয়ে একটি বহুতলে ঢুকে পড়েছে সে। সেখানে ঢুকে আবার গা-ঝাড়া দিয়ে রেনকোটের উপরে জমে থাকা জল ঝেড়ে ফেলছে কুকুরটি। সচরাচর কোনও কুকুরকে বৃষ্টির মধ্যে এমন রেনকোট পরে ঘুরতে দেখা যায় না। তবে এই ভিডিওতে দেখা গিয়েছে তেমনটাই। 


 






ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিও দেখে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। সকলেই বলছেন, এমন মিষ্টি মুহূর্ত সচরাচর দেখা যায় না। মন ভাল করে দেয় এমন ভিডিও। সাদা রঙের ছোট্ট কুকুরটি যে উজ্জ্বল হলুদ রঙের রেনকোট পরেছে সেটা অনেকটা ছাতার মতো সেট হয়ে গিয়েছে। দেখে মনে হবে যেন ছাতার মতো দেখতে একটা জামা পরেছে ওই কুকুরটি। ইতিমধ্যেই ১.৬ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ৯৮ হাজারের বেশি ইনস্টাগ্রাম ইউজার কমেন্ট করেছেন এই ভিডিওতে। ক্রমশ লাইক, কমেন্ট ভিউ বাড়ছে এই ইনস্টাগ্রাম ভিডিওর।


আরও পড়ুন- গরুর পালে লুকিয়ে আছে বাঘ! ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারেননি অনেকেই, আপনি পারবেন?