শারজা: আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের (Afg vs Pak) অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচে লাফিয়ে বল ধরতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁর খেলা নিয়েও সংশয় ছিল। তবে রিজওয়ান আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন।


টসের পর আফগানিস্তানের অধিনায়কের কথা শুনলে অবশ্য ভারতীয় শিবির খুশি হবে। মহম্মদ নবি বলেছেন, 'আমরাও টস জিতলে হয়তো আগে ফিল্ডিং করতাম। পরের দিকে শিশির পড়বে। তবে আমরা ভাল বোলিং করব। ওদের সময়টা কঠিন করে তুলব। আগের ম্যাচের ভুলগুলি আর করতে চাই না।'


বুধবার আফগানিস্তান জিতলে সুবিধা হবে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল সুপার ফোরের ম্যাচে হেরে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে কার্যত বিদায় নিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। পাকিস্তানের পর শ্রীলঙ্কা (Srilanka)। টানা ২টো হার। রান রেটও তলানিতে। তবে এখনও কিছু সম্ভাবনা তত্ত্বের বিচারে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। এমনকী ফাইনালেও চলে যেতে পারে রোহিত বাহিনী। তবে তার জন্য অন্য় দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। 


কীভাবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?










৩. সবচেয়ে বড় কথা পাকিস্তানকে আর কোনও ম্যাচ জেতা চলবে না। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল। সেই ম্যাচও তাদের হারতে হবে।

 

৪. আফগানিস্তান যদি পাকিস্তানকে হারায় ও ভারতের কাছে বড় ব্যবধানে হারে। শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়। ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।









এশিয়া কাপের ফাইনালে উঠতে পারে ভারত?" data-url="/photo-gallery/sports/how-india-can-quality-for-asia-cup-final-in-pics-918434#image6" data-storyid="918434">


আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না