কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সুপার ফোরে ভারতের কাছে হারলেও, স্পিন-অস্ত্রে তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র ২১৩ রানে অল আউট করে দিয়েছিল। দুনিথ ওয়াল্লালাগে ৫ উইকেট নিয়েছিলেন। অনিয়মিত স্পিনার চারিথ আসালাঙ্কা নিয়েছিলেন ৪ উইকেট। একটা সময় ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। যদিও শেষ পর্যন্ত কুলদীপ যাদবদের দাপটে ম্যাচ জেতে ভারতই।


কলম্বোয় রবিবারও মন্থর পিচ হতে পারে। যেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে সেই ম্যাচের আগে জোর ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। দলের সেরা স্পিনার মহেশ তিকশানা চোটের জন্য ছিটকে গিয়েছেন।


ভারতের প্রথম একাদশ নিয়ে চর্চা চলছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচ পরিবর্তন করা হয়েছিল। ফাইনালে বিরাট কোহলি, কে এল রাহুল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, কুলদীপ যাদবদের একাদশে ফেরা নিশ্চিত। তবে প্রশ্ন থাকছে দু-একটা জায়গা নিয়ে। শার্দুল ঠাকুর খেলবেন? নাকি মহম্মদ শামির ওপর ভরসা রাখা হবে? শার্দুলকে ব্যাটিংয়ের জন্য এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনের সময় ব্যর্থ হয়েছেন। কোনও কোনও মহল থেকে তাই বলা হচ্ছে, কেন বল হাতে ছন্দে থাকা শামি সুযোগ পাবেন না?

 

সূর্যকুমার যাদবের পরিবর্তে রাহুলের ফেরা কার্যত নিশ্চিত। তবে প্রশ্ন থাকছে ঈশান কিষাণকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি। সবচেয়ে বড় কথা, কদর্যভাবে আউট হয়েছিলেন। রিভার্স স্যুইপ মারতে গিয়ে। তাই বলা হচ্ছে, তিলক বর্মাকে খেলানো হোক। যদিও পাল্লা ভারি ঈশানেরও। টিম ম্যানেজমেন্ট হয়তো শেষ পর্যন্ত ঝাড়খন্ডের তরুণের ওপরই ভরসা রাখবেন। অক্ষর পটেল বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছেন। তাঁকে নিয়ে প্রশ্ন থাকছে। বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দরকে তৈরি রাখা হচ্ছে। তবে তিন পেসার দুই স্পিনারের ছকে হাঁটলে হয়তো রবীন্দ্র জাডেজা ও কুলদীপই খেলবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্তা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।


আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial