কলম্বো: একদল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আর এক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি দুই দল - ভারত ও বাংলাদেশ (Ind vs Ban)। ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে ভারতীয় শিবির চাইবে ফাইনালের আগে জয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে বাংলাদেশ শিবিরের লক্ষ্য হবে, ম্যাচ জিতে কিছুটা অন্তত সম্মান পুনরুদ্ধার করে দেশে ফিরতে।
বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। তার আগে দুই দলই চাইবে দল নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে। ভারতীয় শিবিরের টপ অর্ডার রানের মধ্যে রয়েছে। রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি - সকলেই রান পাচ্ছেন। ঈশান কিষাণের ব্যাট হাতে ছন্দ দলের চিন্তা বাড়িয়েছে। যদিও এই ধরনের সমস্যায় সব দলই পড়তে চাইবে। যেখানে হাতে এত বিকল্প যে, কাকে খেলানো হবে আর কাকে বসানো হবে, সেটা ঠিক করে উঠতে পারবে না।
কে এল রাহুল ও যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। দুজনই প্রমাণ করে দিয়েছেন, ফের সর্বোচ্চ পর্যায়ের জন্য তৈরি। মাঠে ফিরেই সেঞ্চুরি করেছেন রাহুল। বল হাতে আগুন ছোটাচ্ছেন বুমরা। ভারতীয় শিবির এখন শুধু দেখার অপেক্ষায়, পিঠের চোট সারিয়ে কবে মাঠে ফেরেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ শিবির অবশ্য বেশ জর্জরিত। চোটে দল যেন মিনি হাসপাতাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal) ও ইবাদত হোসেন (Ebadot Hossain)। অসুস্থতার জন্য শুরুর দিকে খেলতে পারেননি লিটন দাস। প্রথম দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রান করার পর হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিরুদ্ধে পাওয়া যাবে না অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে যিনি দেশে ফিরেছিলেন।
তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেলে অগ্নিপরীক্ষা হবে অক্ষর পটেলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে স্পিন বোলিং সহায়ক উইকেটে রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব উইকেট পেলেও, খালি হাতে ফিরতে হয়েছিল অক্ষরকে। বিশ্বকাপের দলে যে কারণে আর অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরকে রাখার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সমালোচকদের জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন বাঁহাতি স্পিনার অক্ষরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial