পাল্লেকেলে: একদিকে ছ'বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (Sri Lanka)। অন্যদিকে, প্রথম ট্রফির খোঁজে থাকা বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এশিয়া কাপে (Asia Cup) বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ৩টেয় মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ।


পাল্লেকেলেতে সেই ম্যাচের আগে চোট সমস্যায় জেরবার গতবারের চ্যাম্পিয়নরা। দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা - চোটের তালিকিটা বেশ লম্বা। সবচেয়ে বড় কথা, চারজনের মধ্যে তিনজনই শ্রীলঙ্কার সেরা তিন পেসার। যাঁরা প্রত্যেকে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন। চতুর্থজন দলের সেরা স্পিনার। 


চাপে রয়েছে বাংলাদেশও। টুর্নামেন্টের ঠিক আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিটন দাস। মুস্তাফিজুর রহমানেরও হাঁটুতে সামান্য চোট রয়েছে। তাঁর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ২২ গজে ভারত-পাকিস্তানের উত্তেজনার থেকে কোনও অংশেই কিন্তু কম নয় এই দুই প্রতিবেশী দেশের দ্বৈরথ। বিশেষ করে 'নাগিন ডান্স' এই লড়াইকে গত কয়েক বছরে আরও উত্তজেক করে তুলেছে। গত বছর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা শিবির। এই বছর নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ রয়েছে দাসুন শনাকার দলের সামনে। ফলে এবারও ট্রফি জয়ের হাতছানি রয়েছে লঙ্কা বাহিনির।


বাংলাদেশ শিবির পাবে না তামিম ইকবালকেও। এছাড়া পেস বোলিং বিভাগে ইবাদত হোসেনকে ছাড়াই মাঠে নামতে হবে শাকিব আল হাসানদের। লিটনের ভাইরাল জ্বর হয়েছে। ফলে এশিয়া কাপ থেকেই পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন এনামুল হোসেন বিজয়। অধিনায়ক শাকিব আল হাসান ব্যাট হাতে এই বছর এখনও পর্যন্ত ৪০০-র বেশি রান করেছেন। এছাড়া ফর্মে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এছাড়াও তরুণ তৌহিদ হৃদয় ছন্দে রয়েছেন।


 






শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুশান হেমন্তা/দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো ও কাসুন রাজিথা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মহম্মদ নঈম, তানজিদ হাসান/এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাস্কিন আমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। 


আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficia