কলকাতা: তিনি যখন লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন, কার্যত তার পরই পরই করোনার (corona) প্রাদুর্ভাব। অতিমারিতে গোটা বিশ্ব যেন স্তব্ধ। তবে সানা গঙ্গোপাধ্যায়ের (Sana Ganguly) একাগ্রতায় ছেদ পড়েনি। অবশেষে লক্ষ্যপূরণ করলেন সৌরভ-কন্যা। অর্থনীতি নিয়ে স্নাতক হলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়কের মেয়ে।
অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন তিনি। সানার জন্য মাঝে মধ্যেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা ও সৌরভ। সানা স্নাতক হওয়ায় বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে খুশির হাওয়া। সানার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে আগেই লন্ডনে গিয়েছিলেন ডোনা। এবার পৌঁছে গেলেন সৌরভও। (Sourav Ganguly) ৬ সেপ্টেম্বর লন্ডনে হবে সমাবর্তন অনুষ্ঠান।
বুধবারই ইংল্যান্ড পৌঁছে গেলেন সৌরভ। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সৌরভ এখন আর বোর্ড প্রেসিডেন্ট নন। সিএবি-র মসনদেও নেই। তবু বিশ্বকাপে গুরুদায়িত্ব পালন করতে হবে। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রয়েছেন অভিষেক ডালমিয়াও। বিশ্বকাপের আগেই তাই সৌরভ ফিরে আসবেন কলকাতায়।
তবে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারবেন না সৌরভ। ৯ সেপ্টেম্বর ধন ধান্য অডিটোরিয়ামে হবে যে অনুষ্ঠান। প্রায় তিন সপ্তাহ ইংল্যান্ডে থাকবেন তিনি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় ফেরার কথা সৌরভের। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন