Asia Cup 2023 Live: ব্যর্থ শুভমান-অক্ষরের লড়াই, ৬ রানে ভারতকে হারাল বাংলাদেশ

Asia Cup 2023, IND Vs BAN Live Updates: একদল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আর এক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ।

ABP Ananda Last Updated: 15 Sep 2023 11:05 PM
Asia Cup Live Update : শেষ ওভারে দুরন্ত বোলিং, ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ

শেষ ওভারে দুরন্ত বোলিং, ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ

Asia Cup 2023 Live : ২৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত

২৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। দুরন্ত ৪২ রানের ইনিংস খেলে ফিরলেন অক্ষর প্যাটেল। ৪৮.৪ ওভারের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ২৫৪ রান।

Asia Cup Live Update : সাজঘরে ফিরলেন শুভমান

শুভমান গিল (১২১) রানে সাজঘরে ফিরলেন। মেহেদি হাসানের বলে মারতে গিয়ে আউট হলেন ভারতীয় ব্যাটার। ৮ টি বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানের ইনিংস খেলেন তিনি।

Asia Cup 2023 Live : ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারত

২০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৪৩ ওভারের শেষে ৬ উইকেটে ভারতের স্কোর ২০২ রান। 

Asia Cup Live Update : দুরন্ত শতরান শুভমানের

দুরন্ত শতরান শুভমান গিলের। ৩৯ ওভারের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৩ রান।

Asia Cup 2023 Live : সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাদেজা

সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাদেজা (৭)। ৩৭.৪ ওভারের শেষে ৬ উইকেটে ভারতের স্কোর ১৭০ রান। 

Asia Cup Live Update : ৩৬ ওভারের শেষে ৫ উইকেটে ১৬৩ রান ভারতের

৩৬ ওভারের শেষে ৫ উইকেটে ১৬৩ রান ভারতের। দুরন্ত ব্যাটিং অব্যাহত শুবমানের। ব্যাটিং করছেন ৯৩ রানে।

Asia Cup 2023 Live : সূর্যকে ফেরালেন শাকিব

সূর্যকুমার যাদবকে (২৬) সাজঘরে ফেরালেন শাকিব আল হাসান। ৩২.৪ ওভারের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান।

Asia Cup Live Update : ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত

২৭ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৩ রান। 

Asia Cup 2023 Live : এলবিডবলিউ ইশান কিষাণ

এলবিডবলিউ ইশান কিষাণ (৫)। ২৩.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে ভারতের স্কোর ৯৪ রান। 

Asia Cup Live Update : ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান শুবমানের

 ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান শুবমান গিলের। দুরন্ত ইনিংসে ভারতকে টানছেন ভারতীয় ওপেনার। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। 

Asia Cup 2023 Live : আউট রাহুল

সাজঘরে ফিরলেন কেএল রাহুল (১৯)। মেহেদি হাসানের বলে মারতে গিয়ে শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন পাকিস্তান ম্যাচের শতরানকারী। ৩ উইকেটে ভারতের স্কোর ৭৪।

Asia Cup Live Update : ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৪ রান।

১৭ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৪ রান। ক্রিজে শুভমন গিল (৪২) ও কেএল রাহুল (১৯)।

Asia Cup 2023 Live : ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫ রান

১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫ রান। ক্রিজে শুভমন (৩৬) ও কেএল রাহুল (১৬)। 

Asia Cup Live Update : ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত

৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৪ রান। 

Asia Cup 2023 Live : ১০ ওভারের শেষে ২ উইকেটে ৪২ রান ভারতের

১০ ওভারের শেষে ২ উইকেটে ৪২ রান ভারতের। ক্রিজে রয়েছেন কে এল রাহুল (১১) ও শুভমন গিল (১৯)।

Asia Cup Live Update : ৭ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৭ রান

৭ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৭ রান। ক্রিজে রয়েছেন কে এল রাহুল (৬) ও শুভমন গিল (১১)।

Asia Cup 2023 Live : তিলক বর্মাকেও সাজঘরে ফেরালেন তানজিম হাসান শাকিব

তিলক বর্মাকেও (৫) সাজঘরে ফেরালেন তানজিম হাসান শাকিব। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৭ রান।

Asia Cup Live Update : ২৬৬ রান তাড়া করতে নেমে রোহিতের উইকেট হারাল ভারত

২৬৬ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার উইকেট হারাল ভারত। তানজিম হাসানের বলে আউট হয়ে ফিরলেন ভারত অধিনায়ক।

Asia Cup 2023 Live : ২৬৫ রানের লড়াকু স্কোর খাড়া করল বাংলাদেশ

প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ২৬৫ রান খাড়া করল তারা।

Asia Cup Live Update : নাসুম আহমেদকে সাজঘরে ফেরালেন প্রসিধ কৃষ্ণ

নাসুম আহমেদকে (৪৪) সাজঘরে ফেরালেন প্রসিধ কৃষ্ণ। ৪৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২৪২ রান।

Asia Cup 2023 Live : ২০০ পেরিয়ে গেল বাংলাদেশের স্কোর

২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল বাংলাদেশের স্কোর। ৪৪ ওভারের শেষে তাঁদের স্কোর ৭ উইকেটে ২১৭ রান।

Asia Cup Live Update : ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৮৮ রান

 ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৮৮ রান। হাফ সেঞ্চুরি সেরে ক্রিজে রয়েছে তৌহিদ হৃদয়।

Asia Cup 2023 Live : শামিম হোসেনকে ফেরালেন জাদেজা

শামিম হোসেনকে (১) ফেরালেন রবীন্দ্র জাদেজা। ৩৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৬২ রান।

Asia Cup Live Update : শার্দুলের শিকার শাকিব

শার্দুল ঠাকুরের শিকার শাকিব আল হাসান (৮০)। ৩৩.১ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৩৩ রান। 

Asia Cup 2023 Live : শাকিব-হৃদয়ের ১০০ রানের পার্টনারশিপ

শাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ১০০ রানের পার্টনারশিপ। ৩৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৬০ রান।

Asia Cup Live Update : ৩০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান

৩০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। ক্রিজে রয়েছেন শাকিব (৬৭) ও হৃদয় (৩০)।

Asia Cup 2023 Live: ২৬ ওভারে বাংলাদেশের স্কোর ১২৬/৪

২৬ ওভারে বাংলাদেশের স্কোর ১২৬/৪। শাকিব আল হাসান ৬০ রানে ও তৌহিদ হৃদয় ২৫ রানে ক্রিজে রয়েছেন।

Asia Cup Live Update: ২০ ওভারের শেষে বাংলাদেশ ৭৮/৪

অক্ষর পটেলের বলে ফিরলেন মেহেদি হাসান মিরাজ় (১৩)। ২০ ওভারের শেষে বাংলাদেশ ৭৮/৪।

Asia Cup Live: ১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫৮/৩

শার্দুল ঠাকুরের একই ওভারে পড়ল ২টি ক্যাচ। দুটিই মেহেদি হাসান মিরাজের। একটি ফেললেন তিলক বর্মা। অপরটি সূর্যকুমার যাদব। ১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫৮/৩।

IND Vs BAN Live Score: ৬ ওভারের শেষে বাংলাদেশ ২৯/৩

শার্দুল ঠাকুরের বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আনামুল হক। ৬ ওভারের শেষে বাংলাদেশ ২৯/৩।

IND Vs BAN Live: ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২০/২

তিনটি বাউন্ডারি মেরেছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত ছিল। কিন্তু ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে গেলেন তানজিদ হাসান। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২০/২।

IND Vs BAN Live Score: কোনও রান না করে বোল্ড হয়ে গেলেন লিটন

মহম্মদ শামির বলে কোনও রান না করে বোল্ড হয়ে গেলেন লিটন দাস। ৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৫/১।

IND Vs BAN Live: প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান বোর্ডে তুলে নিল বাংলাদেশ। 

IND Vs BAN Live Score: ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন বাংলাদেশ ওপেনার

চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামলেন মহম্মদ শামি। প্রথম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হজম করতে হল তারকা পেসারকে।

IND Vs BAN Live: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, ফাইনালের আগে রান তাড়া করে দেখে নিতে চান।

IND Vs BAN Live Score: বাংলাদেশ শিবির চোটে জর্জরিত

বাংলাদেশ শিবির অবশ্য বেশ জর্জরিত। চোটে দল যেন মিনি হাসপাতাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal) ও ইবাদত হোসেন (Ebadot Hossain)। অসুস্থতার জন্য শুরুর দিকে খেলতে পারেননি লিটন দাস। প্রথম দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রান করার পর হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিরুদ্ধে পাওয়া যাবে না অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও।

IND Vs BAN Live: ওয়ান ডে অভিষেক হতে চলেছে তিলক বর্মার

ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে ভারতীয় শিবির চাইবে ফাইনালের আগে জয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে বাংলাদেশ শিবিরের লক্ষ্য হবে, ম্যাচ জিতে কিছুটা অন্তত সম্মান পুনরুদ্ধার করে দেশে ফিরতে। এদিনই ওয়ান ডে অভিষেক হতে চলেছে তিলক বর্মার।

প্রেক্ষাপট

কলম্বো: একদল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আর এক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি দুই দল - ভারত ও বাংলাদেশ (Ind vs Ban)। ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে ভারতীয় শিবির চাইবে ফাইনালের আগে জয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে বাংলাদেশ শিবিরের লক্ষ্য হবে, ম্যাচ জিতে কিছুটা অন্তত সম্মান পুনরুদ্ধার করে দেশে ফিরতে।


বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। তার আগে দুই দলই চাইবে দল নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে। ভারতীয় শিবিরের টপ অর্ডার রানের মধ্যে রয়েছে। রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি - সকলেই রান পাচ্ছেন। ঈশান কিষাণের ব্যাট হাতে ছন্দ দলের চিন্তা বাড়িয়েছে। যদিও এই ধরনের সমস্যায় সব দলই পড়তে চাইবে। যেখানে হাতে এত বিকল্প যে, কাকে খেলানো হবে আর কাকে বসানো হবে, সেটা ঠিক করে উঠতে পারবে না।


কে এল রাহুল ও যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। দুজনই প্রমাণ করে দিয়েছেন, ফের সর্বোচ্চ পর্যায়ের জন্য তৈরি। মাঠে ফিরেই সেঞ্চুরি করেছেন রাহুল। বল হাতে আগুন ছোটাচ্ছেন বুমরা। ভারতীয় শিবির এখন শুধু দেখার অপেক্ষায়, পিঠের চোট সারিয়ে কবে মাঠে ফেরেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।


বাংলাদেশ শিবির অবশ্য বেশ জর্জরিত। চোটে দল যেন মিনি হাসপাতাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal) ও ইবাদত হোসেন (Ebadot Hossain)। অসুস্থতার জন্য শুরুর দিকে খেলতে পারেননি লিটন দাস। প্রথম দুই ম্যাচে ৮৯ ও ১০৪ রান করার পর হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিরুদ্ধে পাওয়া যাবে না অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে যিনি দেশে ফিরেছিলেন।


তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেলে অগ্নিপরীক্ষা হবে অক্ষর পটেলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে স্পিন বোলিং সহায়ক উইকেটে রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব উইকেট পেলেও, খালি হাতে ফিরতে হয়েছিল অক্ষরকে। বিশ্বকাপের দলে যে কারণে আর অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরকে রাখার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সমালোচকদের জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন বাঁহাতি স্পিনার অক্ষরও।


আরও পড়ুন: লক্ষ্য বাংলার পরবর্তী প্রজন্মকে তুলে আনা, ভিশনের পরিবর্তে নতুন প্রকল্পের ঘোষণা সিএবি-র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.