IND Vs NEP Live Score: নেপালকে ১০ উইকেটে দুরমুশ করে এশিয়া কাপের সুপার ফোরে ভারত
Asia Cup 2023, IND Vs NEP Live Updates: ফের একবার এই ম্যাচে খলনায়ক হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রবিবার ক্যান্ডিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ঢেকে রাখতে হয়েছে পিচ।
অপরাজিত রইলেন রোহিত ও শুভমন। ১৭ বল বাকি থাকতেই ১০ উইকেটে নেপালের বিরুদ্ধে জয় পেল ভারত। পৌঁছে গেল এশিয়া কাপের সুপার ফোরে। রোহিতের সংগ্রহ ৭৪ ও শুভমনের ৬৭।
শুরুতে ব্যাটে বলে করতে চাপে পড়লেও, বর্তমানে দুরন্ত ছন্দে দেখাচ্ছে রোহত শর্মাকে। ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ১৪ ওভার শেষেই বিনা উইকেটে শতরানের গণ্ডি পার করে ফেলল ভারত। বর্তমান স্কোর ১০১/০। রোহিত ৫৩ ও গিল ৪৬ রানে ব্যাট করছেন।
অষ্টম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২। রোহিত ২৬ ও গিল ২৪ রানে ব্যাট করছেন।
ভাল ছন্দে ভারতীয় ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩১ রান। শুভমন গিল ২০ ও রোহিত শর্মা ১০ রানে ব্যাট করছেন।
২৩ ওভারের ম্যাচ আয়োজিত হতে চলেছে। ভারতীয় দলকে ২৩ ওভারে জয়ের জন্য ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ১৪৫ রান তুলতে হবে। খেলা শুরু হবে ১০.১৫
মাঠ পর্যবেক্ষণে নামলেন আম্পায়াররা। ভারতীয় সময় অনুযায়ী ১০.২০ নাগাদ খেলা শুরু হতে পারে।
ক্যান্ডিতে এখনও বৃষ্টি পড়েই চলেছে। গোটা মাঠই আপাতত ঢাকা রয়েছে।
ফের একবার বৃষ্টির জেরে ম্যাচ থামাতে বাধ্য হলেন আম্পায়াররা। ভারতের ব্যাটিং ইনিংস শুরু হওয়ার ১৩ বল পরেই বন্ধ করতে হল খেলা। বর্তমানে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
ব্যাট হাতে ইনিংসের শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বেশ নড়বড়ে দেখাচ্ছে। প্রথম ওভারেই তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিকবার এলবিডব্লুর আপিল করা হয়েছে। ওভারে কোনও রান করতে পারেননি তিনি।
ললিত রাজবংশীকে শূন্য রানে আউট করে ইনিংস সমাপ্ত করলেন মহম্মদ সিরাজ। ২৩০ রানে অল আউট হল নেপাল।
ম্যাচে প্রথম সাফল্য পেলেন মহম্মদ শামি। অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরলেন সোমপাল। ৪৮ রানে আউট হলেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন ঈশান কিষাণ। ২২৮ রানে অষ্টম উইকেট হারাল নেপাল।
ইনিংসের শেষের দিকে দ্রুত রান করার লক্ষ্যে ব্যাট চালাচ্ছে নেপালের ব্যাটাররা। ৪৬তম ওভারে উঠল ১১ রান। বর্তমানে নেপালের স্কোর ২১৬/৭। সোমপাল ৩৮ ও লামিছানে সাত রানে ব্যটা করছেন।
সপ্তম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন আইরি ও সোমপাল। তবে তারপরেই ২৯ রান সাজঘরে ফিরলেন আইরি। সাফল্য পেলেন হার্দিক। ৪১.১ ওভার ১৯৪ রানে সপ্তম উইকেট হারাল নেপাল। সোমপাল ২৫ অপরাজিত রয়েছেন।
বৃষ্টির অবশেষে বিঘ্ন ঘটাল। খেলোয়াড়রা আপাতত সাজঘরে ফিরছেন। ৩৭.৫ ওভার শেষে নেপালের স্কোর ১৭৮/৬। আইরি ২৭ ও সোমপাল ১১ রানে ক্রিজে রয়েছেন।
৩৪ তম ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল নেপাল। নেপালের বর্তমান স্কোর ১৫১/৬। নেপালের হয়ে আইরি আট ও সোমপাল রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।
পূর্বাভাস ছিলই, সেইমতোই বৃষ্টি ম্যাচের ক্ষণিকের বিঘ্ন ঘটায় বটে। তবে মাঠকর্মীরা পিচ ঢাকার আগেই বৃষ্টি কমে যাওয়ায় আবার খেলা শুরু হচ্ছে। এই ওভারেই দুরন্ত অর্ধশতরান করা আসিফকে ৫৮ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। ৩০ ওভার শেষে নেপালের স্কোর ১৩৪/৫।
৮৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন নেপালের ওপেনার আসিফ শেখ। রানের গতি মন্থর হলেও, তিনি কিন্তু নেপালের ইনিংসকে ধরে রেখেছেন। ২৮ ওভার শেষে নেপালের স্কোর ১২৩/৪।
এক ওভার আগেই আসিফ শেখ কুলদীপ যাদবের বলে ডিআরএসের দৌলতে জীবনদান পেয়েছিলেন। তবে ঠিক তার পরের ওভারেই রবীন্দ্র জাডেজা ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন। নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে পাঁচ রানে ফেরালেন তিনি। ২০ ওভার শেষে নেপালের স্কোর ৯৩/৩।
১৬ ওভার শেষে নেপালের স্কোর ৭৭/২। নেপালের প্রথম উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। দুরন্ত ছন্দে ব্যাট করা কুশল ভুর্তেলকে ৩৮ রানে সাজঘরে ফেরান তিনি। ১৬তম ওভারের শেষ বলে ভীম শাক্রিকে সাত রানে বোল্ড করেন রবীন্দ্র জাডেজা। বর্তমানে আসিফ শেখ ২৮ রানে অপরাজিত রয়েছেন।
সাহসী ইনিংস খেলছেন কুশল ভুর্তেল। । ২১ বলে ২৯ রানে অপরাজিত তিনি। ৯ ওভারের শেষে নেপালের স্কোর বিনা উইকেটে ৫৩ রান।
ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন যশপ্রীত বুমরা। তাঁর পরিবর্তে খেলছেন মহম্মদ শামি। ৩ ওভারের শেষে নেপালের স্কোর ১২/০।
নেপালের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
পাল্লেকেলেতে রবিবারও বৃষ্টি হয়েছে। ভারত-নেপাল ম্যাচ যেন ভেস্তে না যায়, প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের।
প্রেক্ষাপট
পাল্লেকেলে: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, আগ্রহ থাকলেও, সব কিছুতে জল ঢেলে দেয় বৃষ্টি। ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। এমন পরিস্থিতিতে নেপালের বিরুদ্ধে (IND vs NEP) নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। খাতায় কলমে দুর্বল নেপালের বিরুদ্ধে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে সুপার ফোরে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে।
তবে ফের একবার এই ম্যাচে ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রবিবার ক্যান্ডিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ঢেকে রাখতে হয়েছে পিচ। খবর অনুযায়ী, সোমবারও সেই ধারা অব্যাহত থাকবে। ভারত-নেপাল ম্যাচের সময় ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গোটা ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে গেলেও, দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে প্রথমবার এশিয়া কাপে খেলা নেপাল কিন্তু অন্তত অভিজ্ঞতার স্বার্থে ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ার কাপের প্রথম ম্যাচে তাঁরা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। ভারতের বিরুদ্ধেও খাতায় কলমে জয়ের সম্ভাবনা খুবই কম। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে নিজেদের দক্ষতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন সন্দীপ লামিচানেরা।
তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রবিবারই তিনি ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছেন বলে বোর্ড সূত্রে খবর। অবশ্য চোট নয়, বুমরার মুম্বইয়ে আসার কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত বলেই খবর। বুমরার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচে বাইরে বসা মহম্মদ শামিকে ভারতীয় একাদশে ফেরানো হতে পারে। তাছাড়া ভারতীয় দলে তেমন বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এই ম্যাচে শুভমন গিল, রোহিত, কোহলিরা রানে ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবেন। ভারতীয় বোলাররা তো পাকিস্তানের বিরুদ্ধে এক ওভারও বল করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার ফোরের অভিযান শুরু করতে পারে টিম ইন্ডিয়া। তাই সেই ম্যাচের আগে ভারতীয় বোলাররা নিশ্চয়ই এই ম্যাচে ভাল পারফর্ম করতে মুখিয়ে থাকবেন। তাই ভারত-নেপাল ম্যাচে অনেকেই নজর রাখবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -