Asia Cup 2023 Live: ২১৩ রানের পুঁজি নিয়েও কুলদীপের দৌরাত্ম্যে ৪১ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত
Asia Cup 2023, IND Vs SL Live Updates: অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে।
দুরন্ত জয় ভারতের। মাথিশা পাথিরানাকে আউট করে শ্রীলঙ্কাকে ১৭২ রানে অল আউট করে দিলেন কুলদীপ যাদব।
বল হাতে মাহিশ থিকসানাকে আউট করে ভারতকে অষ্টম সাফল্য এনে দিয়েছিলেন হার্দিক। এবার পরের ওভারেই নবম উইকেট হারাল দ্বীপরাষ্ট্র। কাসুন রাজিথাকে বোল্ড করলেন কুলদীপ যাদব। ১৭২ রানে নবম উইকেট হারাল শ্রীলঙ্কা।
দুরন্ত পার্টনারশিপ ভেঙে ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দিলেন জাডেজা। ৪১ রানে ডি সিলভাকে ফেরালেন তিনি। জমে উঠেছে ম্যাচ। ৩৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৮/৭। ১১ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ৪৬ রানের প্রয়োজন। ভারতের চাই তিন উইকেট।
বলের পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছেন ওয়ালালাগে। কুলদীপের বিরুদ্ধে বিরাট ছক্কা হাঁকালেন তিনি। ওভারে উঠল ১০ রান। ৩৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৮/৬। ওয়ালালাগে ২৬ ও ধনঞ্জয় ডি সিলভা ৩৬ রানে ব্য়াট করছেন। ইতিমধ্যেই সপ্তম উইকেটে ৪৯ রান যোগ করে ফেলেছেন দুইজনে।
শ্রীলঙ্কান স্পিনাররা ভারতীয় দলকে ফাঁদে ফেলেছিলেন। এবার ভারতীয় স্পিনাররাও নিজেদের দাপট দেখানো শুরু করেছেন। কুলদীপের দুই উইকেটের পর এবার সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ৯ রানে ফেরালেন তিনি। ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৪/৬। জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৪ ওভারে আরও ১১০ রান করতে হবে।
ভারতকে ম্যাচে ফেরালেন কুলদীপ। সামারাবিক্রমার পর তাঁর শিকার চরিথ আসালঙ্কা। ২২ রানে আউট হলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার। ২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৯/৫।
চতুর্থ সাফল্য ভারতের। সামারাবিক্রমাকে ১৭ রানে সাজঘরে ফেরালেন কুলদীপ যাদব। স্টাম্প আউট হলেন তিনি। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৯/৪।
পরপর তিন উইকেট হারানোর পর শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেছেন চরিথ আসালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুইজনে মিলে ইতিমধ্যেই ৪২ রান যোগ করে ফেলেছেন। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৭/৩।
ম্যাচে বল হাতে দ্বিতীয় সাফল্য পেলেন যশপ্রীত বুমরা। এবার তাঁর শিকার কুশল মেন্ডিস। ১৫ রানে আউট হলেন তিনি। বাম্প বলের জন্য তৃতীয় আম্পায়ার বেশ কিছু রিপ্লে দেখে তারপর মেন্ডিসকে আউট দেন তিনি। এর পরের ওভারেই দিমুথ করুণারত্নেকে দুই রানে আউট করেন মহম্মদ সিরাজ। ২৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। ছয় রানে পাথুম নিসাঙ্কাকে ফেরালেন বুমরা। সাত রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।
শেষ উইকেট নিলেন থিকসানা। বড় শট হাঁকাতে গিয়ে ২৬ রানে আউট হলেন অক্ষর পটেল। ২১৩ রানে অল আউট ভারত।
৪৮তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২০৮/৯।
বৃষ্টি থেমেছে। ৭.১৫ নাগাদ ফের শুরু হবে খেলা। তবে দুই ইনিংসের মাঝে বিরতির সময় অনেকটাই কমিয়ে আনা হয়েছে। দুই ইনিংসের মাঝে মাত্র ১০ মিনিটের বিরতি পাবেন খেলোয়াড়রা।
ফের বৃষ্টির জন্য থামাতে হল ম্যাচ। শেষ করা গেল ভারতীয় ইনিংস। আপাতত ৪৭ ওভার শেষে বর্তমানে ভারতের স্কোর নয় উইকেটের বিনিময়ে ১৯৭।
ভারতীয় টপ অর্ডারে ধস নামিয়েছিলেন ওয়ালালাগে। এবার লোয়ার মিডল অর্ডারের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন আসালঙ্কা। পরপর বলে তৃতীয় ও চতুর্থ সাফল্য় পেলন তিনি। ১৮৬ রানে নবম উইকেট হারাল ভারত। পাঁচ রানে আউট হন বুমরা। ঠিক তার পরের বলেই কুলদীপকে ফেরালেন তিনি।
আসালঙ্কার দ্বিতীয় সাফল্য। এবার তাঁর শিকার রবীন্দ্র জাডেজা। চার রানে আউট হলেন তিনি। ১৭৮ রানে সপ্তম উইকেট হারাল ভারত। ৩৯ ওভার শেষে সাত উইকেটে ভারতের স্কোর ১৭৮।
পর পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফেলল ভারত। ঈশান কিষাণকে ৩৩ রানে ফেরালেন আশালঙ্কা। পরের ওভারেই ওয়ালালাগে ৫ রানে আউট করেন হার্দিককে। পাঁচ উইকেট নিলেন ওয়ালালাগে। প্রথমে আম্পায়র আউট না দিলেও, পরবর্তীতে ডিআরএসের সাহায্যে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।
পরপর উইকেট হারানোর পর রাহুল ও ঈশান কিষাণ ভারতীয় দলের ইনিংস সামলাচ্ছিলেন। অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন তাঁরা। তবে ফের সেই ওয়ালালাগেই শ্রীলঙ্কাকে সাফল্য এনে দিলেন। এবার তাঁর শিকার গতকালের আরেক শতরানকারী কেএল রাহুল। ভাল ব্যাটিং করলেও ৩৯ রানে ফিরতে হল তাঁকে। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪/৪।
পরপর তিন উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসে স্থিরতা প্রদান করেছেন ঈশান কিষাণ ও কেএল রাহুল। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/৩। ইতিমধ্যেই দুইজনে চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করে ফেলেছেন।
ওয়ালালাগের স্বপ্নের বোলিং স্পেল অব্যাহত। গিল, কোহলিকে ফেরানোর পর এবার রোহিতকেও বোল্ড করলেন ওয়ালালাগে। ৫৩ রানে আউট হলেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর ক্ষেত্রে বলটি খানিকটা নীচুই থাকে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯৩/৩।
কয়েক ঘণ্টা আগেই অপরাজিত শতরান হাঁকিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলল না বিরাট কোহলির ব্যাট। শুভমনের পর কোহলিকেও ফেরালেন ওয়ালালাগে। মাত্র ৩ রান করেন কোহলি। ৯০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
দুরন্ত ফর্ম অব্য়াহত। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন অধিনায়ক রোহিত। ৪৪ বলে আসল তাঁর ৫০ রানের ইনিংস। ১৩ ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ৯০ রান।
উইকেট পড়ল ভারতের। শুভমন গিল ১৯ রান করে ফিরলেন প্যাভিলিয়নে।
মারমুখি মেজাজে ব্য়াটিং করছেন রোহিত। অর্ধশতরানের দোরগোড়ায় হিটম্যান। যোগ্য সঙ্গ দিচ্ছেন গিল।
৪ ওভার পর ভারতের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১৪। ক্রিজে আছেন ২ ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল।
প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৭ রান তুলে নিল ভারত।
গত ম্যাচের একাদশে ছিলেন শার্দুল ঠাকর। এদিন তাঁকে বসিয়ে একাদশে খেলানো হয়েছে অক্ষর পটেলকে।
গতকালই সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।
প্রেক্ষাপট
কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে বাবর আজমের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। এই ম্যাচের আগে পাকিস্তানই ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু তাঁদেরই টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন রাহুলরা। পাকিস্তান সুপার ফোরে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে বাবর আজমের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই হেরেছে। ফলে তাঁদের ফাইনালে ওঠার আশা একেবারেই নেই বলাই যায়। মূলত ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দেশ।
বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।
গতকাল ম্য়াচে জয়ের পর বিরাট কোহলিও সেই বিষয় সম্পর্কে জানিয়েছিলেন। আর্দ্রতা অত্যাধিক কলম্বোতে এখন। তার মধ্য়ে গতকাল প্রায় ২৫ ওভার ব্যাটিং করার পর ৩২ ওভার ফিল্ডিংও করতে হয়েছে কোহলি ও রাহুলকে। গতকাল ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেছিলেন, ''আমার ১৫ বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনও রকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা সৌভাগ্যবান টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -