Asia Cup 2023 Live: ২১৩ রানের পুঁজি নিয়েও কুলদীপের দৌরাত্ম্যে ৪১ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত

Asia Cup 2023, IND Vs SL Live Updates: অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে।

ABP Ananda Last Updated: 12 Sep 2023 11:05 PM

প্রেক্ষাপট

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল।...More

IND Vs SL Live Score: ভারতের জয়

দুরন্ত জয় ভারতের। মাথিশা পাথিরানাকে আউট করে শ্রীলঙ্কাকে ১৭২ রানে অল আউট করে দিলেন কুলদীপ যাদব।