কলম্বো: পেসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের বারবার সমস্যায় পড়ে যাওয়া দৃষ্টি এড়ায়নি পাকিস্তান শিবিরের (Ind vs Pak)। হয়তো সেই কারণেই ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্বের ম্যাচে দলে বাড়তি পেসার রাখলেন বাবর আজ়মরা। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান। যা ইদানীং তারা করছে। সেখানে পেসার অলরাউন্ডার ফাহিম আশরফকে রাখা হয়েছে। জায়গা পাননি স্পিনার মহম্মদ নওয়াজ।
ভারতের বিরুদ্ধে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে পাকিস্তান। দলে তিন পেসার তো ছিলেনই। তারা আরও একজন পেসারকে দলে নিয়েছে, যিনি বাংলাদেশের বিরুদ্ধেই প্রথম একাদশে ঢুকেছিলেন।
ক্যান্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তান দলে ছিলেন মহম্মদ নওয়াজ়। সেই জায়গায় বাংলাদেশ ম্যাচে পাকিস্তান দলে নেয় জোরে বোলিং অলরাউন্ডার ফাহিম আশরফকে। তাঁকে ভারতের বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়েছে।
সুপার ফোরের ম্যাচের আগে পাক অধিনায়ক বাবর আজ়ম সাংবাদিকদের বলেছেন, 'জুলাই মাসে টেস্ট সিরিজ খেলতে এখানে এসেছিলাম। সেই থেকে পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার শ্রীলঙ্কার মাটিতে খেলে চলেছে। লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছে। তারপর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে টানা যে ক্রিকেট খেলে চলেছি, তার জন্য ভারতের বিরুদ্ধে সামান্য হলেও এগিয়ে থাকব আমরা। গত ২ মাস যাবৎ শ্রীলঙ্কার মাটিতে টানা খেলে চলেছি। তাই বলা যেতে পারে আমাদের সুবিধাই হবে।'
রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।
পাকিস্তানের একাদশ: ফকর জামান, ইমাম উল হক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমান, ইফতিকার আমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
আরও পড়ুন: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন