মুলতান: নেপালের (Nepal) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচেই পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে নিল পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান বোর্ডে তুলে নেয় পাক শিবির। সৌজন্যে অধিনায়ক বাবর আজম ও ডানহাতি মিডল অর্ডার ব্য়াটার ইফতিকার আহমেদের দুরন্ত সেঞ্চুরি। অনভিজ্ঞ নেপাল দলের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল পাকিস্তান ক্রিকেট দল।
মুলতান: এশিয়া কাপে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি বাবর আজমের। নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। সেই ম্যাচে নিজের ওয়ান ডে কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরি হাঁকালেন পাক অধিনায়ক। পাক ব্যাটারদের তালিকায় ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সৈয়দ আনােয়ার। এবার তাঁর থেকে মাত্র একটি শতরান পেছনে আছেন পাক অধিনায়ক।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। ইমাম উল হক ও ফাখর জামান ওপেনিংয়ে নেমেছিলেন পাকিস্তানের হয়ে। ফাখর জামান ১৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অন্য়দিকে ৫ রান করে আউট হন ইমাম উল হক। এরপর মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন বাবর আজম। এই দুজন এর আগেও পাকিস্তানের বহু ম্যাচে জয়ের সঙ্গী। এদিনও শুরুটা দারুণ করেছিলেন রিজওয়ান ও বাবর। তবে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় রিজওয়ান ফিরে যান। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। নিজের ভুলেই রান আউট হয়ে যান তিনি। ৫ রান করে আঘা সলমান। এই মুহূর্তে ক্রিজে আছেন বাবর ও ইফতিকার। ইফতিকারও অর্ধশতরান পূরণ করেছেন। বাবর নিজের সেঞ্চুরি পূরণ করার পথে ১০টি বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত ১৫১ রানের মাথায় আউট হন বাবর। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান বাবর।
অন্যদিকে ইফতিকার শুরুতে একটু থিতু হলেও অর্ধশতরানের পর হাত খোলেন। বিধ্বংসী মেজাজে ধরা দেন নেপালের বোলারদের বিরুদ্ধে। ৭১ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান তিনি। ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ইফতিকার।
নেপালের বোলারদের মধ্যে সোমাল কামি সর্বোচ্চ ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সন্দীপ লামিছানে ও করণ কেসি।