নয়াদিল্লি: দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup)। আর সেই বিশ্বকাপে খেলবেন না বিশ্বক্রিকেটের অন্যতম সেরা দুই স্পিনার আর অশ্বিন (R Ashwin) এবং যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)? এমনকী, আইসিসি টুর্নামেন্টে ঈর্ষণীয় রেকর্ড থাকা সত্ত্বেও শিখর ধবনকেও রাখা হয়নি ভারতীয় দলে। বিশ্বকাপেও কি তবে ধবনের স্বপ্নভঙ্গ হল?


'কারও জন্যই দরজা বন্ধ হয়ে যায়নি', বলছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করা হল। ১৭ সদস্যের দলে জায়গা পাননি অশ্বিন, চাহাল ও শিখর। আগরকর বলেছেন, 'শিখর ধবন দারুণ ক্রিকেটার। তবে ডিসেম্বরের পর থেকে আর সেভাবে খেলতে পারেনি। আমরা তো মাত্র ১৫ জনকেই বিশ্বকাপের দলে নিতে পারি।' এশিয়া কাপের দলে ওপেনার হিসাবে রাখা হয়েছে রোহিত শর্মা, শুভমন গিল ও ঈশান কিষাণকে। আগরকর বলেছেন, 'এই তিনজনই আমাদের ওপেনার। তাই শিখর নেই।'


একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে নজর কেড়ে নিয়েছিল কুলচা জুটি। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এশিয়া কাপের দলে কুলদীপ আছেন। তবে সুযোগ পাননি চাহাল। আগরকর বলছেন, 'চাহালকে নিয়েও একই কথা বলব। মাঝে মধ্যে দলের কম্বিনেশনের কথাও ভাবতে হয়। কুলদীপ এখন ওর চেয়ে একটু এগিয়ে। দুজন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষর পটেলও রয়েছে।'


দল নির্বাচনী বৈঠকে যে আর অশ্বিনকে নিয়েও কথা হয়েছে, জানিয়েছেন রোহিত ও আগরকর। কিন্তু তামিলনাড়ুর অফস্পিনারের জায়গা হয়নি এশিয়া কাপের দলে। রোহিত বলছেন, 'অফস্পিনার বা একজন লেগস্পিনারকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে আমরা এমন একজনকে চেয়েছিলাম যে আটে বা নয়ে নেমে ভাল ব্যাট করতে পারে। অক্ষর সেদিক থেকে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজে খুব ভাল কিছু করতে পারেনি। তবে ও ওপরের দিকেও ব্যাট করতে পারে। অফস্পিনার হিসাবে অশ্বিন ও ওয়াশিংটনের কথাও ভেবেছি। কিন্তু অক্ষর থাকা মানে ব্যাটিং গভীরতা বাড়বে। সামনের ২ মাসে প্রচুর ক্রিকেট। যারা ফিরে আসছে, তাদেরও সময় দিতে চাই। কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। বিশ্বকাপের দলে চাহালকে দরকার হলে নেওয়া হবে। অশ্বিন বা ওয়াশির ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।'


ক্রিকেটারদের লাগাতার চোট-আঘাত নিয়ে চিন্তিত নন রোহিত। বলেছেন, 'চোট খেলার অঙ্গ। সব দলেই এই সমস্যা রয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বাকি দলদের দেখুন। যারা সুযোগ পাবে, তাদের ওপর ভরসা রাখতে হবে। তবে চাই যারা চোট পাচ্ছে, দ্রুত ফিরে আসুক।'


আরও পড়ুন: রাহুলের ফের চোট! এশিয়া কাপের দলে রাখলেও পাওয়া যাবে না শুরুর দিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial