দুবাই: আগামীকাল এশিয়া কাপের ফাইনাল। এই প্রতিযোগিতার সফলতম দল এবং গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি বাংলাদেশ। ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ষষ্ঠ খেতাব জেতে ভারতীয় দল। বাংলাদেশ দু’বার ফাইনালে উঠলেও, এখনও পর্যন্ত এশিয়া কাপ জিততে পারেনি। এবার অধরা খেতাব জিততে মরিয়া মাশরাফি মোর্তাজারা। ভারতীয় দলও আত্মবিশ্বাসী। ফলে দুবাইয়ে জমজমাট ফাইনাল দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।


ফাইনালের আগে বাংলাদেশকে সমীহ করছে ভারতীয় দল। বাঁ হাতি ওপেনার শিখর ধবন বলেছেন, ‘আমরা বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছি না। পাকিস্তান খাতায়-কলমে বড় দল। কিন্তু সেটা বাস্তবে গুরুত্বহীন। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ওরা পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছে, তাতে ওদের কুর্ণিশ জানাতেই হচ্ছে। ওরা তিনটি বিভাগেই ভাল। চাপের মুখে কীভাবে ভাল খেলতে হয়, সেটা ওরা জানে। ওরা বড় দলগুলির বিরুদ্ধে খেলতে নেমে আর দ্বিধায় থাকে না। ওদের ফাইনালে ওঠা বড় কৃতিত্বের। আমাদের পরিকল্পনা বদল করতে হচ্ছে।’

ধবন আরও বলেছেন, ‘বিরাট (কোহলি) না থাকলেও, আমাদের মনোভাব একইরকম আছে। আমি একইরকম মানসিকতা নিয়ে ফাইনালে খেলতে নামব। আমরা ইংল্যান্ডে ভালভাবে অনুশীলন করেছি। আমরা এখন অনেক ফিট। দলের সংস্কৃতি বদলে গিয়েছে। আমি উত্তর ভারতের ছেলে। তাই গরমে খেলতে অভ্যস্ত। আমার উপর সহ-অধিনায়কত্বের চাপ নেই।’

বিরাট না থাকলেও, এশিয়া কাপে ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। সবাই খেলার জন্য তৈরি। সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টাই হলেও, দু’বার পাকিস্তানকে হারিয়ে রোহিত শর্মারা আত্মবিশ্বাসী। অন্যদিকে, ফাইনালের আগে চোট-আঘাত নিয়ে সমস্যায় বাংলাদেশ। হাত ভাঙায় আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। আঙুলের চোট থাকায় ফাইনালে খেলতে পারবেন না শাকিব আল হাসানও। তবে শাকিব না থাকলেও, বাংলাদেশের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মাশরাফি মোর্জাতারা ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি।

এই ম্যাচের আগে বাংলাদেশের ৬ ‘ম’ ভাবিয়ে তুলেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই ৬ জন খেলোয়াড় হলেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর, মাশরাফি, মেহেদি হাসান মিরাজ, মহম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ। এই ৬ জন ক্রিকেটারই গতকাল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাছাড়া মুশফিকুর, মুস্তাফিজুর, মাশরাফি ও মাহমুদুল্লাহ অতীতে ভারতের বিরুদ্ধে ভাল খেলেছেন। মিঠুন ও মেহেদি ভাল ফর্মে থাকায় তাঁদের নিয়েও আলাদা পরিকল্পনা করছে ভারতীয় দল।