মুম্বই: চলতি বছরে এশিয়া কাপে (Asia Cup 2023) একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। গতকাল ট্যুইট করে তা জানান এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ (Jay Shah)। এভাবে সোশ্যাল মিডিয়ায় সূচি ঘোষণা করায় ক্ষুব্দ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম শেট্টি। নিজের ক্ষোভ উগরে জয় শাহের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'তাহলে এবার পিএসএল-এর সূচিও আপনিই ঠিক করে দিন।'


জয় শাহ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেট্টির মন্তব্যের জবাব দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জয় শাহ বৃহস্পতিবার এশিয়া কাপ ২০২৩-২৪ এর ক্যালেন্ডার প্রকাশ করেছেন। নাজম শেট্টি একে একতরফা সিদ্ধান্ত বলেছে তোপ দেগেছেন। তবে পাক ক্রিকেট বোর্ডের প্রধানের সেই বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এসিসি।


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নাজম শেট্টির বিবৃতিতে একটি ব্যাখ্যা জারি করে বলেছে যে, ক্যালেন্ডারটি তাদের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স কমিটি একটি বৈঠকে অনুমোদন করেছে। এর পরে এটি সমস্ত সদস্যকে ইমেল করা হয়েছিল। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে কোনও পরিবর্তন বা অন্য কোনও পরামর্শ দেওয়া হয়নি।


এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বলেছে, ‘আমাদের নজরে এসেছে যে পিসিবি চেয়ারম্যান নাজম শেট্টি মন্তব্য করেছেন যে, এসিসি চেয়ারম্যান ক্যালেন্ডার প্রকাশের একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। এসিসি স্পষ্ট করতে চায় যে এটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে। ১৩ ডিসেম্বর, ২০২২-এ অনুষ্ঠিত একটি সভায় ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স কমিটি দ্বারা এটি অনুমোদিত হয়েছিল।'                                                                                                     


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘২২ ডিসেম্বর, ২০২২-এর ক্যালেন্ডারটি একটি ইমেলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সহ সমস্ত সদস্য দেশকে পৃথকভাবে পাঠানো হয়েছিল। কিছু সদস্য বোর্ড থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে, কিন্তু PCB থেকে পরিবর্তনের জন্য কোনও মন্তব্য বা পরামর্শ পাওয়া যায়নি।’                   


আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের