কলম্বো: তিনদিনে দুটো ম্যাচ। ১০, ১১-র পর আজ ফের একবার। সৌজন্যে বৃষ্টির বরুণদেবতা। যতটা না প্রতিপক্ষ দলের সঙ্গে তার থেকে বেশি আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে রোহিত বাহিনীকে (Rohit Sharma)। ১০ সেপ্টেম্বর রবিবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রাহুল, বুমরারা। সেদিন খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। রিজার্ভ ডে-তে কাল ফেলে নেমেছিল ২ দল। যেই ম্য়াচে ২২৮ রানে পাকিস্তানকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এরপর আজ ফের একবার সূচি অনুযায়ী শ্রীলঙ্কার (India vs Srilanka) বিরুদ্ধে খেলতে নামবে ভারত। 


কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই এই খেলাটি হবে। আর এখানকার আবহাওযা সম্পর্কে সবাই এখন ওয়াকিবহাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টি থাবা বসাতে পারে। তবে একটু আশার খবরও রয়েছে। হয়ত আজকের ম্য়াচটি পুরোটা আয়োজন করতে কোনও সমস্যা হবে না। কারণ বৃষ্টি নামার পূর্বাভাস থাকলেও তার স্থায়ীত্ব খুব বেশিক্ষণ থাকবে না। তবে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ নির্ধারিত সময় বিকেল ৩টে থেকে শুরু হবে না। সময় কিছুটা পিছতে পারে। 


টিম কম্বিনেশন নিয়ে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের চিন্তা আপাতত দূর হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচে চোট সারিয়ে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এ রাহুল। বিরাটও শতরান করেছেন। রোহিত, গিল রান পেয়েছেন। বুমরাও ছন্দে ফিরেছেন, যা বিশ্বকাপের আগে বাড়তি পাওনা। হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ভারতীয় দলের কাছে বোনাসের মত। শ্রীলঙ্কা পাথিরানা, থিকসানাদের বিরুদ্ধেও নিজেদের ছন্দ ধরে রাখতে চাইবেন ভারতীয় ব্যাটাররা। 


বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।