কলম্বো: এশিয়া কাপের প্রথম ম্য়াচে ভারতীয় দল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২ সেপ্টেম্বর কলম্বোয় দু দল মুখোমুখি হবে। চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশের ২২ গজে লড়াই। ২ দেশেরই শুধু নয়, বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও এই ডুয়েলের অপেক্ষায় থাকেন। কিন্তু একটা আশঙ্কা দেখা গিয়েছে। যার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ নাও হতে পারে। হয়ত মাঠে বলও গড়াতে পারে না। 


আসলে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে চলেছে ক্যান্ডিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 


এদিকে এদিনই কলম্বো পৌঁছে গেল গোটা ভারতীয় দল। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে খোশমেজাজে দেখা গেল। হার্দিকের সঙ্গে দু জনকে বিমানবন্দরে গল্প করতেও দেখা গেল। এছাড়া কে এল রাহুল ছাড়া বাকিরাও চলে এসেছেন। 


উল্লেখ্য, এশিয়া কাপ শুরুর আগে টিম ইন্ডিয়ার অনুরাগীদের সবচেয়ে বড় উৎকণ্ঠা ছিল কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস নিয়ে। দুই মিডল অর্ডার ব্যাটারকেই এশিয়া কাপের দলে রাখা হলেও, দ্রাবিড় জানিয়ে দেন কেএল রাহুল এখনও ফিট নন। পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর দুই ম্যাচে খেলবেন না রাহুল। তবে শ্রেয়স আইয়ার কিন্তু সম্পূর্ণ ফিট বলেই জানিয়েছেন ভারতীয় কোচ।


সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'শ্রেয়স সম্পূর্ণ ফিট। ও অনুশীলন ক্যাম্পে অনেকক্ষণ ব্যাটিং, ফিল্ডিং করেছে। শুধুমাত্র ম্যাচই খেলেনি ও এই যা। ওকে আমরা বেশি করে ম্যাচ খেলাতে চাই। চাই ও যাতে মাঠে সময় কাটায় এবং আশা করি এশিয়া কাপে সেই সুযোগটা পাবে। ফিটনেসের পরিপ্রেক্ষিতে বলব ও খুবই খেটেছে এবং ব্যাটিংটাও বেশ ভাল করছে।' 


বিশ্বকাপের আগে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়েই উদ্বিগ্ন ভারতীয় দলের সমর্থকরা। ঋষভ পন্থের বিশ্বকাপের আগে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাহুল ও শ্রেয়স ফিটনেসের দিকে সেই কারণেই আরও বেশি করে তাকিয়ে ছিলেন সকলে। এরা সকলেই চোটের কবলে পড়াটা খুবই দুর্ভাগ্যজনক বলে মেনে নিচ্ছেন রাহুল দ্রাবিড়।


'আমি আপনাদের ১৮-১৯ মাস আগেই স্পষ্টভাবে জানিয়ে দিতে পারতাম যে চার ও পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে আমরা কাদের ভাবছি। শ্রেয়স, রাহুল, ঋষভ পন্থই আমাদের বিকল্প ছিল। দুই মাসের ব্যবধানে তিনজনেরই চোটের কবলে পড়াটা ভীষণই দুর্ভাগ্যজনক। এমন হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এবং সকলেই দীর্ঘমেয়াদি চোট পায়। সকলকেই অস্ত্রোপ্রচারও করাতে হয়।', বলেন ভারতীয় কোচ। তবে অন্তত শ্রেয়স সম্পূর্ণ ফিট হওয়ায় ভারতীয় শিবিরে খানিকটা স্বস্তি ফিরবে।