চেন্নাই: শনিবার ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুপার স্যাটারডে। কারণ ফুটবল, হকি ও ক্রিকেট, তিন-তিনটি মহারণ। ফুটবলে ডুরান্ড কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ক্রিকেটে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মায়ামিতে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে যে ম্যাচে জিততেই হবে হার্দিক পাণ্ড্যদের।
তবে অনেকে বেশি উন্মাদনা টের পাচ্ছেন চেন্নাইয়ের মহারণ নিয়ে। কারণ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) ফাইনালে মুখোমুখি ভারত ও মালয়েশিয়া (India vs Malaysia)। জিতলেই ট্রফি হরমনপ্রীত সিংহদের হাতে। মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়াম যে ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়বে।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। একমাত্র গ্রুপ পর্বে জাপানের সঙ্গে ভারতের ম্যাচ ড্র হয়েছিল। বাকি সব ম্যাচেই ভারতের আধিপত্য। গ্রুপ পর্বে শীর্ষ স্থান পেয়েছিল ভারত। শুক্রবার সেমিফাইনালে জাপানকে ৫-০ গোলে উড়িয়ে নামছে ভারত। সব মিলিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে ভারতীয় দল।
মালয়েশিয়ার মুখোমুখি গ্রুপ পর্বেই হয়েছিল ভারত। বিশ্বের চার নম্বর দল ভারত সেই ম্যাচে ৫-০ গোলে পর্যুদস্ত করেছিল বিশ্বের নয় নম্বর দল মালয়েশিয়াকে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল মালয়েশিয়া। তবে সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়াকে ৬-২ গোলে হারিয়েছে তারা। কোরিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হাফ ডজন গোল দেওয়া দলকে তাই হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির।
এ নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সাতবার অংশ নিয়ে পঞ্চম ফাইনাল খেলতে নামবে ভারত। ২০১১, ২০১৬ ও ২০১৮, তিনবার ট্রফি জিতেছে ভারত। ২০১২ সালে রানার্স হয়েছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সাফল্যের নিরিখে পাকিস্তানের সঙ্গে এক নিক্তিতে রয়েছে ভারত। পাক দলের মতোই তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের অধিনায়ক তথা ড্র্যাগ ফ্লিক বিশেষজ্ঞ হরমনপ্রীত সিংহ। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোরারও তিনি। ৮ গোল করেছেন হরমনপ্রীত। পাশাপাশি মালয়েশিয়ার হয়ে ছন্দে রয়েছেন ফিরহান আশারি। চার গোলে করেছে তিনি এখনও পর্যন্ত। শনিবারই তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনকারী ম্যাচে মুখোমুখি হবে কোরিয়া ও জাপান।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন