সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপের (ODI World Cup) দামামা বেজে গিয়েছে। বুধবার পরিবর্তির সূচি ঘোষণা করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, কবে থেকে, কীভাবে কেনা যাবে বিশ্বকাপের ম্যাচ টিকিট। এবার কলকাতায় ক্রিকেট জ্বর বাড়িয়ে শহরে আসতে পারেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) ও হরভজন সিংহ (Harbhajan Singh)।


কলকাতায় এসে ওয়ান ডে বিশ্বকাপের প্রচার সারতে পারেন জাতীয় দলের দুই প্রাক্তন মহাতারকা। শহরে বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি ব়্যালি করার পরিকল্পনাও রয়েছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের।


কবে আসতে পারেন বীরু-ভাজ্জি? আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্রের খবর, আগামী ৯ সেপ্টেম্বর শহরে আসতে পারেন দুই তারকা। ঘটনাচক্রে, সেদিনই আবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার ধন ধান্য অডিটোরিয়ামে হবে যে অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। যে খবর একমাত্র লিখেছিল এবিপি লাইভ।


৯ সেপ্টেম্বর সন্ধ্যায় যদি নচিকেতা ও ক্রিকেটের যুগলবন্দির সাক্ষী হন ক্রিকেটপ্রেমীরা, তাহলে সকালে শহরের উন্মাদনা বাড়িয়ে দিতে পারে বীরু-ভাজ্জি জুটি। শোনা যাচ্ছে, বিশ্বকাপ ট্রফি নিয়ে কলকাতায় একটি ব়্যালি করতে পারেন দুজনে। প্রাথমিকভাবে পরিকল্পনা চলছে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ব়্যালিটি শুরু করার। তারপর সেই ব়্যালি এসে শেষ হতে পারে ইডেন গার্ডেন্সে। যেখানে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। যার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বনাম ইংল্যান্ডের মতো মহারণও।


সিএবি সূত্রে খবর, সেই ব়্যালিতে বাংলার প্রাক্তন অধিনায়ক তথা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা দীপ দাশগুপ্ত থাকতে পারেন। সকালে বিশ্বকাপ ট্রফি নিয়ে শহর পরিক্রমা, বিকেলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ৯ সেপ্টেম্বর সিএবি কর্তা-কর্মীদের দম ফেলার ফুরসত থাকবে না বলেই মনে করা হচ্ছে।


সহবাগ ও হরভজন কি সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন? সেরকম সম্ভাবনা নেই। বরং এখনও পর্যন্ত প্রাথমিক যা সূচি পাওয়া গিয়েছে, তাতে ব়্যালি ও প্রচারপর্ব সেরে সন্ধ্যার মধ্যে ফিরে যেতে পারেন তাঁরা।


গোটা পরিকল্পনা ও সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সিএবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে না। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হরভজন, সহবাগের আসার ব্যাপার নিশ্চিত করেননি। তবে বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রচারপর্বের প্রস্তাব যে বোর্ড থেকে পেয়েছেন, তা জানিয়েছেন। বলছেন, 'ট্রফি বিশ্বকাপের সব ভেন্যুতেই যাবে। কলকাতায় প্রচার হবে। তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।'


বাংলার ক্রিকেটপ্রেমীরা অবশ্য দুই বিশ্বকাপজয়ীর কলকাতা আগমনের অপেক্ষা শুরু করে দিয়েছেন। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বীরু-ভাজ্জি। তাঁদের হাতে ৯ সেপ্টেম্বর ফের শোভা পেতে পারে বিশ্বকাপ। নস্টালজিয়ার সঙ্গে ভারতের ট্রফি ভাগ্যও ফিরুক, প্রার্থনা দেশের ক্রিকেটপ্রেমীদের।


আরও পড়ুন: ABP Exclusive: ইডেনে অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্তর্ঘাত? বাড়ছে রাতের নিরাপত্তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial