আজ, শুক্রবার চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও জাপান। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।
পরিসংখ্যান বলছে, হকিতে এখনও পর্যন্ত ভারত বনাম জাপান দ্বৈরথ হয়েছে ৩৪ বার। তার মধ্যে ভারতেরই আধিপত্য। ৩৪ ম্যাচের মধ্যে ২৭ বারই জিতে মাঠ ছেড়েছে ভারতীয় দল। মাত্র তিনটি ম্যাচ জিতেছে জাপান। ৪টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখতে নারাজ ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। তিনি বলেছেন, 'সেমিফাইনালে কোনও দল দুর্বল হয় না। গ্রুপ পর্বে ওদের হারাতে পারিনি। গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল আমাদের। সেই ভুল আর করলে চলবে না।'
জাপানের কাছে আটকালেও এ বারের প্রতিযোগিতায় ছন্দে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছেন তাঁরা। ২০টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়েরা। বিপক্ষে গোল হয়েছে মাত্র পাঁচটি। যে পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, সব দলের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন হরমনপ্রীতেরা। তুলনায় জাপান অনেকটাই পিছিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial