নয়াদিল্লি: এশিয়ান কাপ টেবিল টেনিসে (Asian Cup Table Tennis) ইতিহাস গড়লেন ভারতীয় প্যাডলার মণিকা বাত্রা (Manika Batra)। সেমিফাইনালে তিনি হেরে গিয়েছিলেন। তবে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতে ভারতীয় টেবল টেনিসে নতুন ইতিহাস লিখে ফেললেন মণিকা। প্রথম ভারতীয় মহিলা টিটি প্লেয়ার হিসাবে এশিয়ান কাপে পদক জিতলেন তিনি।
শনিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের ৬ নম্বর জাপানের হিনা হায়াতাকে ৪-২ হারিয়ে নজির গড়ে ফেললেন ভারতের তারকা প্যাডলার। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি এশিয়ান কাপে পদক জিতলেন। চেতন বাবুরের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই নজির গড়লেন।মণিকার আগে প্রাক্তন প্লেয়ার চেতন বাবুর ছিলেন একমাত্র ভারতীয়, যিনি টেবল টেনিসে এশিয়ান কাপের পুরুষ বিভাগের সিঙ্গলসে পদক জিতেছিলেন। তিনি ১৯৯৭ সালে রুপো ও ২০০০ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। মণিকা বাত্রা শনিবার এশিয়ান কাপে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতে চেতনের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন।
শুক্রবার সেমিফাইনালে উঠেই নজির তৈরি করেছিলেন মণিকা। ফাইনালে উঠলে নয়া ইতিহাস গড়তে পারতেন। কিন্তু সেমিফাইনালে তিনি ২-৪ ব্যবধানে হেরে যান দ্বিতীয় বাছাই মিমা ইতোর কাছে। তবে পদক জেতার আরও একটা সুযোগ ছিল। শনিবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে তিনি নামের হিনার বিরুদ্ধে। সেখানে বাজিমাত মণিকার।
নজির গড়ে মণিকা বলেছেন, "আমার কাছে এই জয় বিরাট সাফল্য। সেরা খেলোয়াড়দের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। প্রত্যেকের বিরুদ্ধে আপ্রাণ লড়াই করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় আরও ভাল ফল করার চেষ্টা করব।"
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে