হাংঝৌ: চিনের চেন ওয়েং এবং ইয়দি ওয়েংয়ের বিরুদ্ধে বাংলার দুই কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) এবং ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee) দুরন্ত পারফর্ম করে ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ভারতের জন্য আরও এক পদক নিশ্চিত করে ফেললেন। ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ স্কোরলাইনে ম্যাচ জিতলেন সুতীর্থারা। এই জয়ের ফলে দুই বঙ্গতনয়া সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন। এটাই এশিয়ান গেমসে কোনও ভারতীয় মহিলা ডাবলস জুটির প্রথম পদক।
বিশ্বের দুই নম্বর মহিলা প্যাডলার জুটির বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকই দাপট দেখান ভারতীয় প্যাডলাররা। চিনা জুটিকে দাঁতই ফোটাতে দেননি সুতীর্থারা। ১১-৫ স্কোরে প্রথম গেমেন জেতেন তাঁরা। একই ব্যবধানে দ্বিতীয় গেমও জিতে নেন তাঁরা। স্ট্রেট গেমে জয়ের সুযোগ ছিল সুতীর্থাদের সামনে। তবে চিনা প্রতিপক্ষ ১১-৫ তৃতীয় গেম জিতে নেয়। চতুর্থ গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১১-৯ স্কোরে চতুর্থ গেম জিতে ম্যাচ জিতে নেন ঐহিকারা।
অপরদিকে, স্কোয়াশে সোনা জিতল ভারতীয় দল। ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) স্কোয়াশে (Squash) সোনালি চমক ভারতের। এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) জুটি পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা হল। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জিতল ভারত।
চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রথম ম্যাচে মহেশের বিরুদ্ধে পাকিস্তানের ইকবাল দুরন্তভাবে শুরুটা করেছিলেন। ৮-১১, ৩-১১, ২-১১ হারেন মহেশ। সৌরভ ও আসিমের ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে ১১-৫, ১১-১, ১১-৩। শেষ ম্যাচে অভয় এবং নুর জামানও হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষমেশ নুরকে ম্যাচ জিতে ভারতের জন্য সোনা নিশ্চিত করেন অভয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মিক্সড ডাবলসে বোপান্না-রুতুজার হাত ধরে এশিয়ান গেমসে টেনিসে প্রথম সোনা ভারতের