হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) তিরন্দাজির কমপাউন্ডে ভারতীয় মহিলা দল আগেই সোনা জিতেছিল। এবার সোনা এল ভারতীয় পুরুষ দলের (Indian Archery Men's Compound Team) ঝুলিতেও। ওজাস প্রবীণ দেওতালে, অভিষেক ভার্মা এবং প্রথমেশ সমাধান জকারের পুরুষ তিরন্দাজি দল ভারতকে সোনা এনে দিলেন। কোরিয়া প্রজাতন্ত্রের জু, ইংয় এবং কিমের জুটিকে ২৩৫-২৩০ স্কোরলাইনে হারালেন অভিষেকরা।
প্রথম সেট থেকেই ভারতীয় দল নিজেদের দাপট বজায় রেখেছিল। দুরন্ত পারফর্ম করে ৫৮-৫৫ প্রথম সেট জিতে নেয় ভারতীয় দল। তবে কোরিয়ান তিরন্দাজরাও হাল ছেড়ে দেননি। প্রথম সেট খোয়ালেও, দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তাঁরা। দ্বিতীয় সেটের স্কোর কোরিয়ানদের পক্ষে ৫৯-৫৮। অবশ্য ৫৯-৫৭ স্কোরে তৃতীয় সেট ফের একবার নিজেদের দখলে করেন ভারতীয় ত্রয়ী। চতুর্থ সেটে ভারতীয় তিরন্দাজরাও আরও ক্ষুরধার হয়ে উঠেন। পরপর সবকয়টি প্রয়াসেই ১০ পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয়রা। জিতে নেন ম্যাচ। এটি চলতি এশিয়ান গেমসে ভারতের ২০তম স্বর্ণপদক জয়।
পুরষদের আগে আজ ভারতীয় মহিলা তিরন্দাজি দলও। এশিয়ান গেমসের ১২তম দিনে ভারতকে সোনা এনে দেন জ্যোতি সুরেখা, স্বামী আদিতি গোপীচাঁদ ও পরণীত কৌরের দল। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে জয় পেল ভারত। একেবারে সেয়ানে সেয়ানে টক্করের পর ২৩০-২২৯ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন জ্যোতি, আদিতিরা।
এদিন প্রথম সেটে ৫৪-৫৬ পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে পরের তিনটি সেটে টানা জয় ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। অল্প ব্যবধান হলেও দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান আদিতিরা। তৃতীয় সেটে ফের কামব্যাক করে চিনা তাইপে দল। তারা এই সেট জিতে নেন ৬০-৫৯ ব্যবধানে। তবে শেষ সেটে ৫৯-৫৮ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন ভারতের মেয়েরা। এর আগে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন ভারতের এই তিনকন্যা। আপাতত পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা। অবশ্য এটিই মোট পদকের বিচারে ভারতের সর্বকালের সফলতম এশিয়ান গেমস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ, এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে হার সিন্ধুর