হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2022) বৃহস্পতিবার অগ্নিপরীক্ষা ভারতীয় ফুটবল দলের (India Football Team)। শেষ ষোলোর ম্যাচে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) প্রতিপক্ষ শক্তিশালী সৌদি আরব (India vs Saudi Arabia)। তবে বিপক্ষ যতই ফেভারিট হোক, হাল ছাড়তে নারাজ সুনীল। হাংঝাউয়ের হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মহারণের আগে সুনীল জানিয়ে দিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে উত্তেজক লড়াই হতে চলেছে।


ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বলেছেন, 'আমাদের কোচ ইগর স্তিমাচ সৌদি আরবের ম্যাচের অনেক ক্লিপ দেখিয়েছেন। শুধু এশিয়ান গেমসের ম্যাচ নয়, ওদের সাম্প্রতিক খেলা একাধিক ম্যাচের। উনি বলেছেন কীভাবে আমাদের মাঠে নেমে খেলা উচিত। নিজেদের দক্ষতার প্রয়োগ করা উচিত। খাতায় কলমে ওরা দুর্দান্ত দল। অনেক ভাল ফুটবলার রয়েছে। যারা বল পায়ে দারুণ। গোটা দলেই প্রচুর দক্ষতাসম্পন্ন ফুটবলার।'


সৌদি আরবের বর্তমান ফিফা ব়্যাঙ্কিং ৫৭। ভারতের ১০২। ভারতের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড সৌদির। মুখোমুখি সাক্ষাতে ৫ ম্যাচে ভারতকে ১৮ গোল দিয়েছে। যেখানে ভারত মোটে ২ গোল করতে পেরেছে। ১৯৮২ সালে নয়াদিল্লিতে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল সৌদি আরব।


হাংঝাউতে চলতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রীরা। যার মধ্যে একমাত্র বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে। মায়ানমারের সঙ্গে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। আর চীনের বিরুদ্ধে ৫-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে, গ্রুপে সৌদি আরব তিন ম্যাচের মধ্যে ২টি জিতেছে। একটি ড্র করেছে।


তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ ঘোরাতে দলগত সংহতিতে জোর দিচ্ছেন সুনীল। বলেছেন, 'কোচ যে ব্যাপারটায় জোর দিচ্ছেন, সেটা খুব সহজ। দল হিসাবে খেলতে হবে। আর একের বিরুদ্ধে এক পরিস্থিতি তৈরি হওয়া এড়িয়ে চলতে হবে। সেটা আমাদের অন্যতম প্রধান কৌশল। পাঁচদিনে তিনটি ম্যাচ খেলতে হয়েছে। তারপর ছেলেরা কী অবস্থায় আছে, সেটাও দেখে নিতে হাতে আর একদিন রয়েছে।'


পাঁচদিনে তিন ম্যাচ খেলার ধকল নিয়ে সুনীল বলেছেন, 'খুব কঠিন অভিজ্ঞতা। তবে শেষ ষোলোর যোগ্যতা অর্জন করে ফেলায় লাভও হয়েছে। তবে একটা কথা বলতেই হবে যে, মোটেও সহজ পথ ছিল না। তবে যা হওয়ার হয়েছে। এখন আমরা সম্পূর্ণভাবে সৌদি ম্যাচে মনোনিবেশ করছি।'


আরও পড়ুন: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা ভারতের সিফট কৌরের 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial