এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতের ত্রয়ী - মানু ভাকের (Manu Bhaker), এষা সিংহ (Esha Singh) ও রিদম সাংওয়ান (Rhythm Sangwan)। মহিলাদের ২৫ মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা জিতলেন তাঁরা। ফাইনালে ১৭৫৯ পয়েন্ট অর্জন করেন তাঁরা। ১৭৫৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছে এবারের এশিয়ান গেমসের আয়োজক দেশ চিন। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ কোরিয়ার।
মহিলাদের ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৫৯০ পয়েন্ট পেয়েছেন মানু। তিনিই শীর্ষে রয়েছেন। ৫৮৬ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে এষা। ৫৮৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছেন রিদম। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন মানু ও এষা। অল্পের জন্য ফাইনালের যোগ্যতা পাননি রিদম। যেহেতু নিয়ম বলছে, এক দেশের সর্বোচ্চ দুই শ্যুটারকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে স্বেচ্ছাসেবকদের অসাধ্যসাধন, গোটা স্টেডিয়ামের ময়লা ঘেঁটে হারানো সুইচড অফ ফোন উদ্ধার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial