নয়াদিল্লি : ভারতের ফুটবল অনুরাগীদের জন্য সুখবর। আসন্ন এশিয়ান গেমসে (Asian Games) অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল। ট্যুইট করে একথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।


 






IOC সিদ্ধান্ত নিয়েছিল, এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেওয়া হবে না। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল যে, এশিয়ার দলগুলোর মধ্য়ে প্রথম আটে থাকতে পারলে, তবেই সুযোগ মিলবে টুর্নামেন্টে খেলতে নামার। দিনকয়েক আগেই ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে উঠে আসে ভারত। এরপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে চেষ্টা করছিলেন যাতে আগামী বছর এশিয়া কাপের আগে এশিয়ান গেমসে ভারতীয় দল মাঠে নামানো যায়। এই মর্মে নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ।


এই পরিস্থিতিতে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করার পথে দিন দু'য়েক আগেই ইতিবাচক ইঙ্গিত মিলেছিল ভারতীয় ফুটবল দলের। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলকে, এমনটা আশা করা হচ্ছিল। কারণ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতীয় দলকে (Indian Football Team) এশিয়ান গেমসের মঞ্চে দেখতে না পাওয়া গেল অনেকেই আশাহত, মর্মাহত হবেন তা অনুমান করা যাচ্ছিল। অবশেষে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলল।


এই পরিস্থিতিতে আজ অনুরাগ ঠাকুর ট্যুইট করে জানান, 'আমাদের পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দল আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চলেছে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সাম্প্রতিক পারফরম্য়ান্সের দিকে নজর রেখে, নিয়ম শিথির করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। আমি নিশ্চিত, ওরা এশিয়ান গেমসে নিজেদের সেরাটা দেবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial