কলকাতা: পঞ্চায়েত ভোটে হিংসায় সিবিআই (CBI) তদন্তের দাবি। জে পি নাড্ডার কাছে রিপোর্ট দিল রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সুপারিশ বিজেপির (BJP) কেন্দ্রীয় দলের। রাজ্যে ভোট-হিংসা নিয়ে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্ত দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির।


CBI তদন্তের দাবি: একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় রাজ্যে তদন্ত করছে CBI। এবার কি পঞ্চায়েতে ভোট-হিংসাতেও তদন্ত করতে দেখা যাবে তাদের?এই প্রশ্ন উঠছে, কারণ এবার পঞ্চায়েত ভোটে, দলীয় কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে জে পি নাড্ডার কাছে হাইকোর্টের নজরদারিতে CBI তদন্তের সুপারিশ করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে তারা। বুধবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ২৬ পাতার রিপোর্ট জমা দেয় রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

ভোট গণনার পরদিন অর্থাৎ, ১২ জুলাই পঞ্চায়েত ভোট-পর্বে হিংসা খতিয়ে দেখতে, রাজ্য়ে আসে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের পরিবারের সঙ্গে দেখা করে তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পাশাপাশি কোচবিহারেও যায় তারা।বুধবার আহত, মৃতের পরিবারের পাশাপাশি ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের একের পর এক ঘটনাস্থলে যাওয়ার ছবি তুলে ধরেন রবিশঙ্কর প্রসাদ।জেপি নাড্ডাকে দেওয়া রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গে বিজেপি কর্মীদের, মনোনয়নে বাধা দেওয়া হয়েছ।মনোনয়ন দাখিল করা গেলে, প্রচারে বাধা দেওয়া। নমিনেশন বাতিল করার চেষ্টা হয়েছে। প্রচার করলে সমর্থক মারধর, বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপির হয়ে জিতলেও, তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি অনেকক্ষেত্রে।

পঞ্চায়েত ভোট ঘিরে কলকাতা হাইকোর্টে একাধিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রাজ্যে আসার আগেই, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কড়া ভাষায় নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। এদিন, সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন, বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, “এটা কেন হচ্ছে মমতা দি? এটা নিন্দাজনক। এইভাবে হামলা হয় কি? পুরো মেশিনারি জুড়ে আছে, যে মমতাজিকে যেনতেন প্রকারেণ জেতাতে হবে। আর বিরোধীদের মারতে হবে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Narendra Modi: ২০২৩ সালে ফের অনাস্থা প্রস্তাব আনা হতে পারে, চার বছর আগেই ‘ভবিষ্যদ্বাণী’ মোদির!