Asian Games 2023: অ্যাথলেটিক্সে একের পর এক সাফল্য, ১৫ পদক জিতে অষ্টম দিন শেষ করল ভারত

Asian Games 2023 Update: গতকাল রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে

ABP Ananda Last Updated: 01 Oct 2023 10:48 PM
Asian Games 2023 Live: ১৫ পদক জয়

এশিয়ান গেমসে দুরন্ত একদিন কাটাল ভারতীয় অ্যাথলিটদের। আজ মোট ১৫টি পদক জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। অষ্টম দিনে ভারতের ঝুলিতে এল তিনটি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ।

Asian Games Live Update: ব্যাডমিন্টনে রুপো

প্রথম দুই ম্যাচ জিতেও শেষমেশ হতাশাই হাতে এল। ব্যাডমিন্টনে দলগত বিভাগে রুপো জিতল ভারত। এটাই এশিয়ান গেমসে দলগত বিভাগে ভারতীয় শাটলারদের সর্বকালের সেরা পারফরম্যান্স।

Asian Games 2023 Live: চূড়ান্ত বিতর্কের পর ঘরে এল ব্রোঞ্জ

মহিলাদের ১০০ মিটার হার্ডেলে অনেক তর্ক-বিতর্কের পর শেষমেশ ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। ১২.৯১ ইভেন্ট শেষ করে জ্যোতি ইয়ারাজি ভারতকে পদক এনে দিলেন।

Asian Games Live Update: শেষ ম্যাচে নির্ধারতি হবে পদকের রং

ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত। টাইয়ের প্রথম দুই ম্যাচ ভারত জিতলেও, দুরন্তভাবে ফিরে এসে ম্য়াচে সমতায় ফিরলেন চিনা শাটলাররা। মিথুন মঞ্জনাথ এবং ওয়েন হং ইয়ানের ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে স্বর্ণপদক বিজেতা।  

Asian Games 2023 Live: সীমার ব্রোঞ্জ

মহিলাদের ডিসকাস থ্রোয়ে ৫৮.৬২ মিটার দূরত্ব অতিক্রম করে সীমা পুনিয়া ব্রোঞ্জ জিতলেন। এক ও দুই উভয় স্থানই গেল চিনের অ্যাথলিটদের দখলে।

Asian Games Live Update: আরও এক ব্রোঞ্জ

হেপ্টাথল্নে স্বদেশীয় স্বপ্না বর্মনকে পিছনে ফেলে ৮০০ মিটার লেগে নন্দিনী আগাসারা ব্রোঞ্জ পদক জিতলেন।

Asian Games 2023 Live: মুরলীর রুপো

লং জাম্পে রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর। ৮.১৯ মিটার লাফ দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি। ৮.২২ মিটার লাফিয়ে প্রথম হলেন চিনের ওয়াং জিয়ানান। 

Asian Games Live Update: ১৫০০ মিটারে তিন পদক

মহিলাদের ১৫০০ মিটারে হরমিলন বাইন্স দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন। পুরুষদের ১৫০০ মিটারে জোড়া পদক এল ভারতের ঘরে। জাকার্তায় সোনাজয়ী জিনসন জনসন পেলেন ব্রোঞ্জ পদক। অজর কুমার সরোজ জিতলেন রুপো।

Asian Games 2023 Live: অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা

অবিনাশ সাবলে ভারতকে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতার পর পরই অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। গত বারের চ্যাম্পিয়ন তাজিন্দরপাল সিংহ শট পাটে নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতলেন।

Asian Games Live Update: নিখাতের ব্রোঞ্জ

মহিলাদের বক্সিংয়ে ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে হারলেন নিখাত জারিন। তাইল্যান্ডের ছুতামাত রক্ষতের বিরুদ্ধে ৩-২ হেরে ব্রোঞ্জ জিতলেন তারকা ভারতীয় বক্সার।

Asian Games 2023 Live: স্টিপলচেজ়ে সোনা

অ্যাথলেটিক্সে সোনা। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে ভারতের জন্য স্বর্ণপদক এনে দিলেন অবিনাশ সাবলে। ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন অবিনাশ। দাপটের সঙ্গে জিতে নিলেন সোনা।

Asian Games Live Update: ১-০ এগিয়ে গেল ভারত

বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী শাটলার শি ইয়ুকিকে হারালেন লক্ষ্য সেন। পুরুষদের দলগত বিভাগের ফাইনালে ১-০ এগিয়ে গেল ভারতীয় ব্যাডমিন্টন দল।

Asian Games 2023 Live: ড্র হল ভারত-কোরিয়ার ম্যাচ

কোরিয়ানদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুল 'এ'-র ম্যাচ ড্র করল ভারতীয় মহিলা হকি দল। ১-১ স্কোরলাইনে শেষ হল ম্যাচ।

Asian Games 2023 Live Update: ট্র্যাপে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন কেনান

পুরুষদের শ্যুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন কেনান চেনাই।

Asian Games 2023 Live: ট্র্যাপ ইভেন্টে থেকে বিদায় মণীষার

এশিয়ান গেমসের ট্র্যাপ ইভেন্টের ফাইনাল থেকে বিদায় নিলেন মনীষা। দলগত ভাবে রুপো জিতলেও, ব্যক্তিগত ইভেন্টে কোনও পদক জিততে পারলেন না তিনি।



 
Asian Games 2023 Live Update: চোট পেয়ে ছিটকে গেলেন প্রণয়

এশিয়ান গেমসে ব্য়াডমিন্টনে পুরুষদের দলের ফাইনাল আজ। আর তার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোটের জন্য ছিটকে গেলেন এইচ এস প্রণয়।

Asian Games 2023 Live: বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন পরভীন

মহিলাদের ৫৭ কেজি বক্সিং বিভাগে একটি পদক নিশ্চিত করলেন ভারতের পরভীন। সেমিতে পৌঁছলেন তিনি। 

Asian Games 2023 Live Update: পদক নিশ্চিত করতে পারবেন নিখাত?

বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে পদক নিশ্চিত করতে নামবেন ভারতের নিখাত জারিন। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত।

Asian Games 2023 Live: শ্য়ুটিংয়ে ঝুলিতে সোনা, রুপো

শ্যুটিংয়ে পুরুষদের ট্র্যাপ দলের সোনা। মহিলা দল ট্র্য়াপে জিতে নিল রুপো। 

Asian Games 2023 Live Update: রুপো জিতলেন অদিতি অশোক

গলফে রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। থাইল্যান্ডের প্রতিযোগী সোনা ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের দলগত বিভাগে অবশ্য চতুর্থ স্থানে শেষ করল ভারত। 

Asian Games 2023 Live: পুরুষদের ২০০ মিটার দৌড়ের সেমিতে ভারতের অম্লান

পুরুষদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে জায়গা করে নিলেন অম্লান বড়গোহাঁই। তিনি ২১.০৮ সেকেন্ড সময় নে

Asian Games 2023 Live Update: জ্যাভলিনে সাফল্য পেলেন না স্বপ্না

এশিয়ান গেমসে লংজাম্পে সাফল্য পাননি। এবার জ্যাভলিনে হেপ্টাথেলন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন বাংলার স্বপ্না বর্মন। ৪১.৯১ মিটার থ্রো করেছেন তিনি। 

Asian Games 2023 Live: মোট ৩৮ পদক ভারতের

এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারত ৩৮টি পদক পেয়ে গিয়েছে।

Asian Games 2023 Live Update: ক্যানো স্প্রিন্ট ২০০ মিটার ইভেন্টের সেমিতে মেঘা

মহিলাদের ক্যানো স্প্রিন্ট ২০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেঘা প্রদীপ। তিনি সময় নিয়েছেন ৫৬.৭০৫।

Asian Games 2023 Live: আজ কোন কোন ইভেন্টে নামছে ভারত?

লংজাম্পের হেপ্টাথেলন ইভেন্টে নন্দিনি আগাসারা ও স্বপ্না বর্মন নেমেছেন। অ্যাথলেটিক্সে নামবেন জ্যোতি ইয়ারাজি ২০০ মিটার পর্বে। শটপুটের ফাইনালে তাজিন্দার পাল সিংহ ও সীমা পুনিয়া ডিসকাস ফাইনালে নামবেন। কোরিয়ার বিরুদ্ধে হকিতে ভারতীয় মহিলা দলের খেলা রয়েছে। পুরুষদের ব্যাডমিন্টন রয়েছে। 

প্রেক্ষাপট

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) সপ্তম দিনটা ভারতীয় অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কাটল। পাঁচ পাঁচটি পদক জিতে নিল ভারত। আজ ভারত দুইটি সোনা, দুইটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতে। এর সুবাদেই ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে উঠে এল। ভারত আজকের পদকগুলি মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৮টি পদক জিতেছে।


মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) ভারতীয় জুটি পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে এশিয়া সেরা হয়। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জয় পায় ভারত। এটাই দিনে ভারতের প্রথম পদক। দিনের দ্বিতীয় পদকও সোনারই ছিল।


রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ২-৬ প্রথম সেটে পরাজিত হন বটে। তবে ৬-৩ তাঁরা পরের সেট জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ১০-৪ জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বোপান্নারা। তবে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক হাতছাড়া হয় ভারতের।


এরপর ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সরবজোৎ সিংহ এবং দিব্বাসুব্বারাজুর মিক্সড ডাবলস জুটি রুপো জেতে। চিনের থেকে মাত্র দুই কম, ১৪ পয়েন্ট পেয়ে ভারত সোনা হাতছাড়া করে। ভারতীয় অ্যাথলিটদের জন্যও আজ দিনটা বেশ ভাল ছিল। কার্তিক কুমার ও গুলভীর সিংহ পুরুষদের ১০ হাজার মিটারে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জেতেন। কার্তিক ২৮:১৫.৩৮ সেকেন্ড ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ডে নিজেদের ইভেন্ট শেষ করেন।








- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.