Asian Games 2023: শেষবেলায় দুই সোনাজয়, এশিয়ান গেমসের দশম দিনে নয় পদক এল ভারতের ঝুলিতে

Asian Games 2023 Update : ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে।

ABP Ananda Last Updated: 03 Oct 2023 08:08 PM
Asian Games Live Updates: ঝুলিতে নয় পদক

নয় পদক জিতে এশিয়ান গেমসের দশম দিন শেষ করল ভারত। দিনের শেষবেলায় এল দুই সোনা। এছাড়াও দুই রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় অ্যাথলিটরা।

Asian Games Live : বক্সিংয়ে ব্রোঞ্জ

বক্সিংয়ে ৯২ কেজি বিভাগে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। দুরন্ত লড়াও সত্ত্বেও কাজ়াখস্তানের কামসায়বেকের বিরুদ্ধে সেমিফাইনালে ০-৫ স্কোরলাইনে হারলেন নরেন্দর।

Asian Games Live Updates: ৮০০ মিটার রুপো

পুরুষদের ৮০০ মিটার ফাইনালে মহম্মদ আফসল রুপো জিতলেন। 

Asian Games Live : জাতীয় রেকর্ড গড়ে রুপোজয়

পুরুষদের ডেকালথন বিভাগের শেষ ইভেন্ট, ১৫০০ মিটারে তেজস্বীন সরকার চতুর্থ স্থানে শেষ করেন। তিনি এই ইভেন্টে রুপো জিতলেন। তাঁর প্রাপ্ত ৭৬৬৬ পয়েন্ট নতুন জাতীয় রেকর্ডও বটে।  

Asian Games Live Updates: দিনের দ্বিতীয় সোনা

মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে ভারতকে দিনের দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন অন্নু রানি। নিজের চতুর্থ প্রয়াসে ৬২.৯২মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর মরশুমের সেরা থ্রো।

Asian Games Live : ট্রিপল জাম্পে ব্রোঞ্জ

প্রবীন চিত্রাভেল পুরুষদের ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতলেন। নিজের প্রথম প্রয়াসেই ১৬.৬৮মিটার দূরত্ব অতিক্রম করে তিনি প্রথম হলেন। আব্দুল্লা আবুবাকর ১৬.৬২ মিটার দূরত্ব অতিক্রম করে চতুর্থ হলেন।

Asian Games Live Updates: পারুলের সোনা

৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল চৌধুরি।

Asian Games Live : চাপে পূজারা

মহিলাদের হাই জাম্পে পূজা এবং রুবিনা যাদব নিজেদের লং জাম্প ইভেন্টে বেশ চাপে। দুইজনেই দ্বিতীয় প্রয়াসে ১.৭৫ মিটার অতিক্রম করলেও, ১.৮০ মিটার অতিক্রম করতে চাপে পড়ছে।

Asian Games Live Updates : রুপো পাকা জ্যোতির

দেশোয়ালি অদিতি গোপীচাঁদ স্বামীকে হারিয়ে অন্তত রুপো পাকা করে ফেললেন জ্যোতি সুরেখা ভেন্নাম। ব্রোঞ্জের লড়াই অদিতির। 

Asian Games Live : স্ট্রেট সেটে প্রতিপক্ষকে ওড়ালেন সিন্ধু

স্ট্রেট সেটে প্রতিপক্ষকে ওড়ালেন পি ভি সিন্ধু। ২১-১০, ২১-১৫ ব্যবধানে জিতে পৌঁছে গেলেন রাউন্ড অফ ১৬-এ। 

Asian Games Live Updates : ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসের রাউন্ড অফ ১৬-এ টেরেসা যোশি ও গায়ত্রী গোপীচাঁদ

ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসের রাউন্ড অফ ১৬-এ টেরেসা যোশি ও গায়ত্রী গোপীচাঁদ। ২১-১৪, ২১-১২ ব্যবধানে ২-০ গেমে জিতলেন তাঁরা। 

Asian Games Live : ছিটকে গেলেন অতনু

পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন অতনু দাস।

Asian Games Live Updates : সোনার দৌড়ে লভলিনা

সোনা জেতার দৌড়ে ঢুকে পড়লেন লভলিন বরগোহাই। মহিলাদের ৬৬-৭৫ কেজি বিভাগে ভারতীয় এই বক্সার থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারালেন সেমিফাইনালে। এই জয়ের সুবাদেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করে নিলেন লভলিনা। 

Asian Games Live : হকিতে হংকংয়ে ওড়াল ভারতীয় মহিলা দল

হকিতে হংকংয়ে ওড়াল ভারতীয় মহিলা দল। ১৩-০ ব্যবধানে জিতল ভারতীয় দল।

Asian Games Live Updates : সোনা ও রুপো পাকা হল তিরন্দাজিতে

তিরন্দাজির ফাইনালে অভিষেক বর্মা। তাঁর প্রতিপক্ষ ভারতেরই ওজাস প্রবীন দেওতালে। তাই তিরন্দাজিতে সোনা ও রুপো, জোড়া পদক পাকা ভারতের। 

Asian Games Live : ক্যানয়ের ডাবলসে ব্রোঞ্জ ভারতের

পুরুষদের ক্যানয়ের ডাবলসে ব্রোঞ্জ ভারতের। ১ হাজার মিটারের স্প্রিন্টে তৃতীয় সেরা অর্জুন সিংহ ও সুনীল সিংহ। 

Asian Games Live Updates : ২৩ রানে জিতল ভারত

নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৯ রানে থামল নেপাল। ২৩ রানে জিতে এশিয়ান গেমসে অভিযান শুরু ভারতীয় পুরুষ ক্রিকেট দলের।

Asian Games Live : ৩ উইকেট রবি বিষ্ণোইয়ের

৩ উইকেট রবি বিষ্ণোইয়ের। ১৪ ওভারের শেষে নেপালের স্কোর ৪ উইকেটে ১২০ রান।

Asian Games Live Updates : ১০ ওভারের শেষে ২ উইকেটে ৭৩ রান নেপালের

১০ ওভারের শেষে ২ উইকেটে ৭৩ রান নেপালের। বাকি ১০ ওভারে জিততে ১৩০ রান দরকার তাঁদের।

Asian Games Live : ভারতের ঝুলিতে ৬০ পদক

১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে।

Asian Games Live Updates : নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান ভারতের

নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান ভারতের। ১৪ বলে ঝোড়ো ৩৫ রান রিঙ্কু সিংহের। 

Asian Games Live : দুরন্ত শতরান হাঁকিয়ে ফিরলেন যশস্তী জয়সওয়াল

৪৯ বলে ৮ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে ১০০ রানের দুরন্ত শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান।

প্রেক্ষাপট

 ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে। সেই তালিকায় সংযোজনের লক্ষ্যেই এশিয়াডের দশম দিনে নামছেন ভারতীয় অ্যাথলিটরা। 


এদিনই নেপালের বিরুদ্ধে ক্রিকেটে অভিযান শুরু ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। সরাসরি কোয়ার্টার ফাইনালে পর্বে নামতে চলা ভারতীয় স্কোয়াড মহিলা ব্রিগেডের মতোই দেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বলেই জানিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁর পাশাপাশি নজর থাকবে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহদের দিকেও। 


গতকাল এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের যাত্রা চলছে। মহিলাদের লং জাম্পে সোমবার রুপো জিতলেন ভারতের অ্যান্সি সোজ়ান (Ancy Sojan)। ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর ব্যক্তিগত সেরা লাফ।মহিলাদের লং জাম্পের ফাইনালে উঠেছিলেন ভারতের শৈলি সিংহও। তবে সর্বোচ্চ ৬.৪৮ মিটার লাফ মারেন তিনি। পঞ্চম স্থানে শেষ করেন শৈলি।




সোমবার নিজের আগের রেকর্ড দুবার ভেঙেছেন অ্যান্সি। তৃতীয় প্রচেষ্টায় ৬.৫৬ মিটার লাফ মারেন তিনি। যা তাঁর কেরিয়ারের সেরা। তবে সেরাটা আসতে তখনও বাকি ছিল। পঞ্চম প্রচেষ্টায় ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন অ্যান্সি। ছাপিয়ে যান আগের রেকর্ডও। তবে চূড়ান্ত তথা ষষ্ঠ লাফে ফাউল করেন অ্যান্সি। চিনের জ়িয়ং শিকি ৬.৭৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। ৬.৫০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন হং কংয়ের য়ুয়ে গা ইয়ান।


চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।


১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। বাংলার তারকা স্কোয়াশ (Squash) খেলোয়াড় সহজেই ৩-০ নিজের ম্যাচ জিতে নেন। তবে মহিলাদের সিঙ্গলসে হেরে ছিটকে গেলেন অভিজ্ঞ জ্যোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa)। অবশ্য তনভী খান্না (Tanvi Khanna) সহজ জয়ে শেষ আটে নিজের স্থান পাকা করেন।


কিংবদন্তির সামনেই তাঁর নজির ছুঁয়ে ইতিহাস। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ৩৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন বিত্যা রামরাজ (Vithya Ramraj)। আর তাও হয়েছে খোদ কিংবদন্তির সামনেই। ভারতের প্রতিথযশা অ্যাথলিট তথা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার (PT Usha) দখলে এতদিন ছিল যে কীর্তি। বিত্যা এদিন হিটে ৫৫.৪২ সেকেন্ডে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের দৌড় শেষ করে সেরা পাঁচজন অ্যাথলিটের মধ্যে থেকে পৌঁছেছেন ফাইনালে। দেশীয় রেকর্ড ছুঁয়ে ফেলার পরে এশিয়া সেরা হওয়ার চূড়ান্ত পর্বে বিত্যা দেশকে আরও গর্বিত করে পদক এনে দেবেন বলেই প্রত্যাশায় বুক বাঁধছেন সকলে। 




 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.