Asian Games 2023: শেষবেলায় দুই সোনাজয়, এশিয়ান গেমসের দশম দিনে নয় পদক এল ভারতের ঝুলিতে

Asian Games 2023 Update : ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে।

ABP Ananda Last Updated: 03 Oct 2023 08:08 PM

প্রেক্ষাপট

 ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে। সেই তালিকায় সংযোজনের লক্ষ্যেই এশিয়াডের দশম দিনে নামছেন ভারতীয় অ্যাথলিটরা। এদিনই নেপালের...More

Asian Games Live Updates: ঝুলিতে নয় পদক

নয় পদক জিতে এশিয়ান গেমসের দশম দিন শেষ করল ভারত। দিনের শেষবেলায় এল দুই সোনা। এছাড়াও দুই রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় অ্যাথলিটরা।