Asian Games 2023: এশিয়ান গেমসে টেনিসে প্রথম সোনা জয় ভারতের, পদক জিতলেন বোপান্না-ঋতুজা জুটি

Asian Games 2023 Live: ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। নিঃসন্দেহে যা ঐতিহাসিক।

ABP Ananda Last Updated: 30 Sep 2023 02:40 PM
Asian Games Live: পদক নিশ্চিত করলেন লভলিনা

মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন লভলিনা বড়গোঁহাই। 

Asian Games Live 2023: এশিয়ান গেমসে টেনিসে ভারতের সোনা

এশিয়ান গেমসে টেনিসে ভারতের সোনা। হ্যাংঝাউয়ে মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপন্না-ঋতুজা জুটি। ২-৬, ৬-৩, ১০-৪ সেটে হারালেন চিনা-তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীদের। 

Asian Games Live: বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন ভারতের প্রীতি

মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে পদক নিশ্চিত করলেন ভারতের প্রীতি পাওয়ার। কাজাকিস্তানের জাইনা শেকেরবেকোভাকে হারিয়ে সেমিতে জায়গা করে নিলেন তিনি। 

Asian Games Live 2023: শ্যুটিংয়ে রুপো ভারতের

সোনা জিততে পারলেন না সরবজ্যোৎ-দিব্যা জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রানার্স হয়ে রুপো জিতে নিলেন ভারতীয় এই জুটি।

Asian Games Live: হাইজাম্পে দারুণ শুরু স্বপ্না বর্মনের

মহিলা অ্যাথলেটিক্সে হেপ্টাথেলন ইভেন্টে হাইজাম্পে ১.৬৪ মিটার লাফ দিয়ে প্রথম প্রচেষ্টায় প্রথম স্থানে শেষ করলেন স্বপ্না। নন্দিনী আগাসারা ১.৬১ মিটার লাফ দিয়ে নবম স্থানে রয়েছেন। 

Asian Games Live 2023: এশিয়ান গেমসে স্বপ্ন বর্মন

মহিলাদের অ্যাথলেটিক্সে হেপ্টাথেলন ইভেন্টে নন্দিনী অগাসারা ও বঙ্গকন্যা স্বপ্ন বর্মন কিছুক্ষণ পরেই নামতে চলেছেন।

Asian Games Live: শ্যুটিংয়ে রুপো নিশ্চিত

শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে রুপো নিশ্চিত করলেন সরবজ্যোৎ ও দিব্যা। 

প্রেক্ষাপট

এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।


১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। নিঃসন্দেহে যা ঐতিহাসিক। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক (Palak Gulia)। ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এষা ( Esha Singh)। চলতি এশিয়ান গেমসে যেটি অষ্টাদশী ভারতীয় শুটারের চতুর্থ পদক।


এশিয়ান গেমসে শুক্রবার সকালে শুরুতেই সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান। এবারের এশিয়ান গেমসে ভারত যতগুলো ইভেন্টে পদক জিতেছে। তার মধ্যে সবেচেয় বেশি ১৭টি পদক জিতেছে শ্য়ুটিংয়ে। সোনা জয়ের পথে তিনজনে মিলে মোট ১৭৬৯ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ডও গড়েছেন। যা ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্যাট চ্যাম্পিয়নশিপে প্রাপ্ত পয়েন্টের থেকে আট পয়েন্ট বেশি। চিনকে পয়েন্টের বিচারে টেক্কা দিয়ে রেকর্ড গড়েন ভারতীয় শ্যুটাররা। 


তিনি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) বক্সিংয়ে পদক নিশ্চিত করে ফেললেন।


নিখাত জ়ারিনের (Nikhat Zareen) আরও বড় প্রাপ্তি, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতাও পেয়ে গেলেন ভারতীয় বক্সার। মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ়ারিন। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে তিন মিনিটেরও কম সময়ে জর্ডনের নাসার হানানকে হারিয়ে দিলেন তিনি। আরএসসি নিয়মে। যে নিয়ম বলছে, ঘায়েল হয়ে প্রতিপক্ষ আর লড়াই চালাতে অক্ষম বুঝে রেফারি যখন অন্যজনকে জয়ী ঘোষণা করে দেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.