Asian Games 2023 LIVE: ৪১ বছরের প্রতীক্ষার অবসান, ইকুয়েস্ট্রিয়ানে ইতিহাস গড়ে সোনা জয় ভারতের
Asian Games, Day 3 LIVE Updates: তৃতীয় দিনের শুরুটা ভারতীয় দলের জন্য একেবারেই ভাল হয়নি। শ্যুটিং ও ফেন্সিংয়ে পদক হাতছাড়া হল ভারতের।
এশিয়ান গেমসে মোট ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেডেল তালিকায় তারা রয়েছে মোট ৬ নম্বরে।
এশিয়ান গেমসের ভলিবল ইভেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়। পাক দল ৩-০ ব্যবধানে ক্লিপ স্যুইপ করে দেয় ভারতীয় দলকে।
ভারতের 4x১০০ মেডলে রিলে দল সব হিলিয়ে চতুর্থ স্থানে শেষ করল। এর সুবাদে ফাইনালের যোগ্যতাও অর্জন করে ফেললেন ভারতীয় সাঁতারুরা। ৩:৪০৮৪ নিজেদের হিট শেষ করে ভারতীয় দল। এটাই 4x১০০ মেডলে রিলে ভারতের সর্বকালের দ্রুততম টাইমিং।
হকিতে ১৬-১ বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।
ব্রোঞ্জ পদকের ম্যাচে পরাজিত হলেন তুলিকা মান। গোল্ডেন স্কোরের জন্য অতি রক্ষণাত্মক খেলাই তাঁর কাল হয়ে দাঁড়াল। দুটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখে ০-১০ স্কোরলাইনে পরাজিত হতে হল তাঁকে।
সুদীপা হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল ছেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত।
৫৭ কেজি বিভাগে ইন্দোনেশিয়ার আসির উদিনকে ৫-০ হারিয়ে বক্সিং কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিলেন সচিন সিয়াচ।
সেলিংয়েই এল দিনের দ্বিতীয় পদক। উইন্ডসার্ফিংয়ে ইয়াবাদ আলি ৫৯ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জ পদক জিতলেন। কোরিয়ার ওয়নওয়ু চু এই বিভাগে সোনা জিতলেন।
জাপানের ইয়োসুকে ওয়াতানয়ুকির বিরুদ্ধে আড়াই ঘণ্টার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৭, ৭-৫, ৫-৭ স্কোরলাইনে পরাজিত হতে হয় তাঁকে। তবে হংকংয়ের আদিত্য পাতালিকে ৬-১, ৬-২ স্কোরলাইনে দাপুটে মেজাজে খেলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অঙ্কিতা রায়না।
দিব্যাংশ সিংহ পানওয়ার এবং রমিতার জুটি অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করল। পরপর তিনটি টাইয়ের পর রুদ্ধশ্বাস ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ১৮-২০ পরাজিত হয় ভারতীয় জুটি।
এশিয়ান গেমসের তৃতীয় দিনে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতলেন নেহা ঠাকুর।
ভারতের 4x১০০ মেডলে রিলে দল সব হিলিয়ে চতুর্থ স্থানে শেষ করল। এর সুবাদে ফাইনালের যোগ্যতাও অর্জন করে ফেললেন ভারতীয় সাঁতারুরা। ৩:৪০৮৪ নিজেদের হিট শেষ করে ভারতীয় দল। এটাই 4x১০০ মেডলে রিলে ভারতের সর্বকালের দ্রুততম টাইমিং।
পুল 'এ'-র ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ স্কোরলাইনে হারাল ভারতীয় স্কোয়াশ দল। অভয় সিংহ, সৌরভ ঘোষাল এবং হরিন্দর পাল সিং সান্ধু, সকলেই স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জেতেন।
মহিলাদের ৭৮ কেজি বিভাগে টুর্নামেন্টে টিকে থাকলেন তুলিকা মান। চিনা তাইপের জিয়া ওয়েন সাইকে রেপাচাজে ইপ্পনের দ্বারা ১০-০ স্কোরে হারান তিনি। তবে অবতার সিংহ পারলেন না। পুরুষদের ১০০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ০-১০ পরাজিত হন তিনি। এরপর একই স্কোরলাইনে জংহুন ওয়নের বিরুদ্ধেও রেপেচাজে পরাজিত হতে হয় অবতারকে।
নাগাড়ে ছয় ম্যাচ জিতে এশিয়ান গেমসে ফেন্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ভবানী দেবী। তবে কোয়ার্টারেই তাঁর স্বপ্নভঙ্গ হল। ভারতের হয়ে পদকজয়ের অন্যতম বড় দাবিদার ভবানী দেবী গতবারে রুপো পাওয়া, চিনের শাওয়ের বিরুদ্ধে পরাজিত হন।
নাগাড়ে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬ গোল করল ভারতীয় হকি দল। উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে ১৬ গোল দিলেন মনদীপরা। হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। ম্যাচের স্কোরলাইন ভারতের পক্ষে ১৬-১।
প্রেক্ষাপট
হাংঝৌ: আঝ ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনেও একগুচ্ছ পদক জয়ের হাতছানি ভারতের সামনে। কালকের দিনটাও কিন্তু ভারতীয় অ্যাথলিটদের জন্য দুর্দান্ত কেটেছে। মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (Air Riffle), দলগত দুই খেলায় এশিয়া সেরা ভারত। চিনে এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চে সোমবার ঐতিহাসিক জোড়া সোনা জিতল ভারত (India)। ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, ঝুলিতে মোট ১১ পদক নিয়ে এশিয়ান গেমসের পদত তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে পৌঁছে গেল ভারত। একই জায়গায় দাঁড়িয়ে হংকং চায়না। তালিকায় সবার উপরে আয়োজক চিন।
২০১৮ সালে জাকার্তায় আগের এশিয়ান গেমসে মোট ৭০ টি পদক জিতেছিল ভারত। ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রোঞ্জ পদক সেবার এসেছিল ভারতের ঝুলিতে। এবারেও এশিয়া সেরার ১৯ তম আসরে পদক তালিকায় সময়ের সঙ্গে সঙ্গে ভারতের স্থান আরও দৃঢ় হবে বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। জ্যাভলিনে নীরজ চোপড়া, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিন বরগোহাইয়ের মতো তারকা অ্যাথলিটদের থেকে প্রত্যাশা রয়েছে অনেকটাই। এদিকে, সোমবারই ইতিমধ্যে উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতে শেষ চারে পৌঁছে পদক পাকা করে ফেলেছেন রোসিবিনা দেবী।
এদিন মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জেতে ভারত। দুর্দান্ত পারফরম্যান্স বঙ্গতনয়া তিতাস সান্ধুর (Titas Sandhu)। ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করায় বড় ভূমিকা তিতাসের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে 1893.7 স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে ভারত। রুদ্রাংশ পাটিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, দিব্যাংশ সিং পানওয়াররা রেকর্ড গড়ে এশিয়া মঞ্চে ভারতকে সেরা করে এবারের এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দেন ভারতকে। যার পরে সোনা মহিলা ক্রিকেট দলের।
সোমবার রোয়িংয়ে দলগত বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। ‘মেনস্ ফোর’ বিভাগে যশবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিসের সাফল্য রোয়িংয়ে ভারতকে আরও একটি পদক এনে দিল। এই বিভাগে সোনা উজবেকিস্তান ও রুপো পেয়েছে চিন। কোয়াড্রুপল স্কালসে ব্রোঞ্জ জিতলেন সতনাম, জাকর, পারমিন্দর, সুখমিতরা।
এর আগে গতকাল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলার মেয়ে মেহুলি ঘোষ ও আশি চৌকসি ও রোমিতা জিন্দাল রুপো জিতেছেন। রোয়িং ও লাইটওয়েট ডাবল স্কালসে ইতিমধ্যে এসেছে আরও দুটি রুপো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -