Asian Games 2023 LIVE: ৪১ বছরের প্রতীক্ষার অবসান, ইকুয়েস্ট্রিয়ানে ইতিহাস গড়ে সোনা জয় ভারতের

Asian Games, Day 3 LIVE Updates: তৃতীয় দিনের শুরুটা ভারতীয় দলের জন্য একেবারেই ভাল হয়নি। শ্যুটিং ও ফেন্সিংয়ে পদক হাতছাড়া হল ভারতের।

ABP Ananda Last Updated: 26 Sep 2023 07:36 PM

প্রেক্ষাপট

হাংঝৌ: আঝ ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনেও একগুচ্ছ পদক জয়ের হাতছানি ভারতের সামনে। কালকের দিনটাও কিন্তু ভারতীয় অ্যাথলিটদের জন্য দুর্দান্ত কেটেছে। মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল...More

Asian Games 2023 Updates: এশিয়ান গেমসের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে ভারত

এশিয়ান গেমসে মোট ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেডেল তালিকায় তারা রয়েছে মোট ৬ নম্বরে।