হাংঝাউ : ১৯ তম এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় অ্যাথলিটদের দুরন্ত যাত্রা অব্যাহত। পদক তালিকায় (Medals Tally) এই মুহূর্তে চার নম্বরে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার ঝুলিতে এই মুহূর্তে মোট ৬০ পদক। যার মধ্যে রয়েছে ১৩ টি সোনা। পাশাপাশি ২৪ টি রুপো ও ২৩ টি ব্রোঞ্জ পদক ইতিমধ্যে এসে গিয়েছে ভারতের ঝুলিতে।


এশিয়ান গেমসে নয় নম্বর দিনের শেষে ভারতের ওপরে প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া। আয়োজক চিনের ঝুলিতে ১৪৭ টি সোনা সহ মোট ২৭০টি পদক রয়েছে। ৩৩ টি সোনার পদক সহ দ্বিতীয় স্থানে থাকা জাপানের ঝুলিতে ১২২ টি পদক। দক্ষিণ কোরিয়ার ঝুলিতে ১৩৩ টি পদক থাকলেও সোনা ৩১ টি।


ভারতের ঝুলিতে সবথেকে বেশি পদক এসেছে শ্যুটিং (Shooting) থেকে। মোট ২২ টি। যার মধ্যে সোনার পদকই ৭ টি। এশিয়ান গেমসের মঞ্চে ৯ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জও ভারতকে এনে দিয়েছেন শ্যুটাররা। রোয়িংয়ে ২ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ, মোট ৫ পদক পেয়েছে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দল পেয়েছে সোনার পদক। টেনিস, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ানে একটি করে ও অ্যাথলেটিক্সে আরও ২ টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। পাশাপাশি আরও ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৬ টি পদক এসেছে অ্যাথলেটিক্সে।


এদিকে, হকি দলও ভারতকে পদক এনে দেবে বলেই প্রত্যাশা তৈরি হয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।                                                        


আরও পড়ুন- এএফসি কাপে মোহনবাগানের জয়, ইতিহাস গড়লেন সুতীর্থারা, খেলার সব খবর এক নজরে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial