হাংঝাউ : এশিয়ান গেমসে সোনা জেতার দৌড়ে ঢুকে পড়লেন লভলিন বরগোহাই ( Lovlina Borgohain)। মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতীয় এই বক্সার থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারালেন সেমিফাইনালে। এই জয়ের সুবাদেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করে নিলেন লভলিনা। আগামীকাল স্বর্ণপদক জয়ের লড়াইয়ে নামবেন তিনি।


অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান তিনি। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেছেন তিনি। এবারের এশিয়ান গেমসের মঞ্চ আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতা অর্জনের মঞ্চেও। ফাইনালে জায়গা পাকা করার ফলে যেখানেও নামা নিশ্চিত হয়ে গিয়েছে লভলিনার। 


ইতিমধ্যে হাংঝাউ এশিয়ান গেমসের মঞ্চ থেকে নিখাত জারিন, প্রীতি পাওয়ার, প্রবীন হুডা ও এবার লভলিনা পাকা করে ফেললেন প্যারিসের পথ। এবারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্মভাবে ভারতের পতাকাবাহকের দায়িত্বে থাকা লভলিনা দেশকে সোনা এনে দেবেন বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। এমনিতেই ১৩ টি সোনা, ২৪ টি রুপো ও ২৪ টি ব্রোঞ্জ সহ এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬১ টি। বক্সিংয়ে এখনও পর্যন্ত এসেছে একটি ব্রোঞ্জ। এবার লভলিনা পাকা করে ফেললেন নিদেনপক্ষে রুপোর পদক। তিনি নামবেন অবশ্য ভারতকে আরও একটা সোনা জেতানোর লক্ষ্যেই। এদিকে, পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজি বিভাগেও ইতিমধ্যে সোনা ও রুপো, জোড়া পদক নিশ্চিত করে ফেলেছে ভারত।