হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) অ্যাথলেটিক্সে প্রথম সোনা আসল ভারতের ঘরে। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে ভারতকে সাফল্য এনে দিলেন অবিনাশ সাবলে (Avinash Sable)। এশিয়ান রেকর্ড সময়, ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন ভারতীয় অ্যাথলিট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইরানের কেয়াহানি হোসেন। তাঁর সময় ছিল ৮:২২:৭৯। 


অ্যাথলেটিক্সে প্রথম পদক


কমনওয়েলথ গেমসে অবিনাশই স্টিপলচেজ়ে প্রথম ভারতীয় হিসাবে দেশকে পদক এনে দিয়েছিলেন। এশিয়ান গেমসেও তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সাফল্য পেলেন। দৌড়ের শুরুতেই লিড নিতে সক্ষম হন সাবলে এবং প্রতিটি ল্যাপের সঙ্গে সঙ্গে তাঁর লিডের ব্যবধানও বাড়তে থাকে। বাকিরা তাঁকে তেমনভাবে কার্যত চ্যালঞ্জই জানাতে পারলেন না। 


 






 


তাঁর লিড এতটাই বেশি ছিল যে শেষ ল্যাপে তিনি কার্যত ধুঁকলেও সহজেই প্রথম স্থান দখল করে নেন। জাপানের আয়োকি রায়োমা এবং সানাদা সেইয়া তার পিছনে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন।


গল্ফে ঐতিহাসিক পদক


এশিয়ান গেমসের মঞ্চে গল্ফে পদক জিতল ভারত। রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। এই ইভেন্টে অদিতির দিকেই তাকিয়ে ছিল গোটা ভারত। তৃতীয় রাউন্ড শেষ করেছিলেন পয়েন্ট টেবলের শীর্ষে থেকে। এদিন সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল অদিতির সামনে। কিন্তু সেই সুযোগ মিস করেন তিনি। যদিও রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েন অদিতি। প্রথম ভারতীয় মেয়ে গল্ফার হিসেবে জিতলেন এশিয়ান গেমস পদক।


চতুর্থ দিনের শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অদিতি। স্ট্রোক মিসও করেন অনেকগুলো। শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি। ১৭ আন্ডার পার-এ শেষ করে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতের এই তরুণী গল্ফারকে। পদক জয়ের পর তিনি বলেন, ''আমি যেভাবে খেলছিলাম তাতে ১৬ তম হোল পর্যন্ত সব ঠিকই এগোচ্ছিল। কিন্তু যখন আমার একটা শট জলে গিয়ে পড়ে, আর ফিরে আসা সম্ভব ছিল না। সোনা জেতার স্বপ্ন নিয়েই সবাই এশিয়ান গেমসে আসে। আমি তা হারালাম।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ফাইনালে আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, চোটের জন্য় ছিটকে গেলেন প্রণয়